Studypress News
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল নিউজিল্যান্ড
21 Oct 2024
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের মতো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে নিউজিল্যান্ড।
ফাইনালে অলরাউন্ডিং পারফর্মেন্সে ম্যাচসেরা হন অ্যামেলিয়া কের।
রোববার ফাইনালে প্রোটিয়া নারী দলের বিপক্ষে অ্যামেলিয়া কে রব্যাট হাতে করেন ৪৩ রান। পরে বল হাতে নেন ৩ উইকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের ইতিহাসে সেরা অলরাউন্ড পারফরম্যান্স এটি।
দুবাইয়ের ফাইনালে টসে হেরে ব্যাট করতে নেমে ১৫৮ রান করে নিউজিল্যান্ড। জর্জিয়া প্লিমার শুরুতেই ফিরে গেলেও সুজি বেটসের ওয়ানডে ঘরানার ব্যাটিংয়ে ব্যাটে-বলে সমানতালেই ছিল নিউজিল্যান্ড। অ্যামেলিয়া কের সেখান থেকেই শুরু করলেন আগ্রাসী ব্যাটিং। ৪২ বলে দুজনের জুটি থেকে উঠে আসে ৫৭ রান। অ্যামেলিয়া ব্রুক হ্যালিডেকে সঙ্গ দিতে কখনো খেলেছেন ধীরগতিতে। কখনোবা রানের গতি বাড়িয়েছেন নিজেই। তাজমিন ব্রিটসের হাতে ক্যাচ দিয়ে যখন সাজঘরে ফিরছিলেন তখন নামের পাশে রান ৪৩। নিউজিল্যান্ড শেষ পর্যন্ত করতে পারে ১৫৮ রান। জবাবে ১২৬ রানে থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস। ৩২ রানে জিতে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় নিউজিল্যান্ড।
প্রথম দুই আসরের রানার্সআপ নিউজিল্যান্ড ১৪ বছর পর আরেকটি ফাইনালে উঠে পেল শিরোপার স্বাদ।
এক নজরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
- সর্বাধিক রান- ২২৩ লরা উলভার্ট (দক্ষিণ আফ্রিকা)
- সর্বাধিক উইকেট - ১৫ অ্যামেলিয়া কের (নিউজিল্যান্ড)
- সেরা খেলোয়াড় - অ্যামেলিয়া কের (নিউজিল্যান্ড)
- এটি ছিল ৯ম আসর
চ্যাম্পিয়ন দলসমূহ -
- অস্ট্রেলিয়া ৬ বার
- ইংল্যান্ড ১ বার
- ওয়েস্ট ইন্ডিজ ১ বার
- নিউজিল্যান্ড ১ বার