Studypress News
'মিস ওয়ার্ল্ড' হলেন স্প্যানিশ সুন্দরী মিরাইয়া
20 Dec 2015
মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছেন স্প্যানিশ সুন্দরী মিরাইয়া লালাগুনা রয়ো। এই প্রথম স্প্যানিশ কোনো নারী মিস ওয়ার্ল্ড খেতাব পেলো। গতকাল শনিবার তার মাথায় মিস ওয়ার্ল্ড মুকুট পরিয়ে দেন গতবারের বিশ্বসুন্দরী দক্ষিণ আফ্রিকার রোলেন স্ট্রস। এবারের প্রতিযোগিতায় ১১৪ জন নারী অংশ নেয়। দীর্ঘ এই প্রতিযোগিতায় শেষ হাসি হাসেন স্প্যানিশ এই সুন্দরী।
চীনের হাইনান প্রদেশের উপকূলবর্তী সানায়া শহরে ২০১৫ মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এতে প্রথম রানারআপ হয়েছেন রুশ সুন্দরী সোফিয়া নিকিটচুক। অার দ্বিতীয় রানারঅাপ হয়েছেন ইন্দোনেশিয়ার মারিয়া হারফানতি। খবর এপির
ফার্মেসিসে স্নাতক ডিগ্রিধারী মিরাইয়া রয়ো স্পেনের বার্সেলোনার বাসিন্দা। ২৩ বছর বয়সী রয়ো এখন পুষ্টিবিজ্ঞান বিষয়ে মাস্টার্স ডিগ্রি নিতে চায়। পিয়ানো বাজাতেও পারদর্শী সে।