Studypress News
অলিম্পিকে ইতিহাস গড়লেন মিহাইন লোপেজ
07 Aug 2024
অলিম্পিক ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন কিউবান রেসলার মিহাইন লোপেজ।
মাইকেল ফেলপস, কার্ল লুইসের মতো কিংবদন্তিদের পেছনে ফেলে একই ইভেন্টে টানা পঞ্চম স্বর্ণ জয়ের কীর্তি গড়লেন ৪২ বছর বয়সী মিহাইন লোপেজ।
অলিম্পিকের ইতিহাসে প্রথম অ্যাথলেট হিসেবে একই ইভেন্টে টানা পঞ্চম ব্যক্তিগত সোনা জিতলেন লোপেজ।
লোপেজ জিতেছেন রেসলিংয়ের ১৩০ কেজি গ্রেকো-রোমান ইভেন্টের সোনা। ফাইনালে চিলির ইয়াসমানি আকোস্তাকে হারান তিনি।
অলিম্পিকে একই ইভেন্টে দলীয়ভাবে পাঁচ সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল দলের সুই বার্ড ও ডিয়ানা টুরাসি। তবে ব্যক্তিগতভাবে একই ইভেন্টে পাঁচ সোনা জেতা প্রথম খেলোয়াড় এখন মিহাইন লোপেজ।
অলিম্পিকে একই ইভেন্টে ব্যক্তিগতাবে চার সোনা জিতেছেন লং জাম্পে কার্ল লুইস লুইস, সাঁতারের ২০০ মিটার মেডলিতে মাইকেল ফেলপস, ৮০০ মিটার ফ্রিস্টাইলে কেটি লেডেকি, ডিসকাসে আল ওয়েরত, সেইলিংয়ে পল এলভেস্ট্রম ও রেসলিংয়ে কাউরি ইচোর।
অলিম্পিকে ২৩ ম্যাচের ২২টি জেতা লোপেজ প্যারিসের সোনা জয়ের পর পরই অবসর নেন।