Studypress News

ধান গবেষণা ইনস্টিটিউটে চাকরির সুযোগ

07 Aug 2024

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, জয়দেবপুর, গাজীপুরের পরিচালনাধীন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চবিদ্যালয়ে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।


পদের নাম: সহকারী শিক্ষক (পদার্থবিজ্ঞান)

পদসংখ্যা:

যোগ্যতা: পদার্থবিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা পদার্থবিজ্ঞান বিষয়ে চার বছরের স্নাতক সম্মান ডিগ্রি অথবা পদার্থবিজ্ঞানসহ স্নাতক ও বিএড ডিগ্রি বা সমমান। অথবা পদার্থবিজ্ঞান বিষয়সহ স্নাতক ডিগ্রি বা সমমান। শিক্ষাজীবনে কোনো তৃতীয় বিভাগ বা শ্রেণি অথবা সমমানের জিপিএ গ্রহণযোগ্য নয়। তবে নিয়োগকালে যেসব প্রার্থীর বিএড ডিগ্রি নেই, তাঁদের নিয়োগের তিন বছরের মধ্যে বিএড ডিগ্রি অর্জন করতে হবে।

বেতন স্কেল: বিএড করা থাকলে ১৬,০০০-৩৮,৬৪০ টাকা। বিএড ছাড়া ১২,৫০০–৩০, ২৩০ টাকা।



পদের নাম: সহকারী শিক্ষক (ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা)

পদসংখ্যা:

যোগ্যতা: প্রথম শ্রেণির কামিল ডিগ্রি বা সমমান অথবা ফাজিল ডিগ্রিসহ বিএড ডিগ্রি বা সমমান। অথবা আরবি বা ইসলাম শিক্ষা বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে। অথবা ফাজিল ডিগ্রি বা সমমান পাস। তবে নিয়োগকালে যেসব প্রার্থীর বিএড ডিগ্রি নেই, তাঁদের নিয়োগের তিন বছরের মধ্যে বিএড ডিগ্রি অর্জন করতে হবে।

বেতন স্কেল: বিএড করা থাকলে ১৬,০০০-৩৮,৬৪০ টাকা। বিএড ছাড়া ১২,৫০০–৩০, ২৩০ টাকা।




যেভাবে আবেদন

অফিস চলাকালে ডাকযোগে বা সরাসরি অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রধান শিক্ষক, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চবিদ্যালয়, জয়দেবপুর, গাজীপুর-১৭০১ ঠিকানায় পৌঁছাতে হবে।


আবেদন ফি

বাংলাদেশ ধান গবেষণা ইস্টিটিউট উচ্চবিদ্যালয়ের অনুকূলে ৮০০ টাকা মূল্যের পে-অর্ডার করে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।


আবেদনের শেষ সময়: ১ সেপ্টেম্বর, ২০২৪।