Studypress News
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপের ফল প্রকাশে বিলম্ব
01 Aug 2024
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর (তিন পার্বত্য জেলা ছাড়া) মৌখিক পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে।
আইনি জটিলতা থাকায় ফল প্রকাশে দেরি হচ্ছে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা বলেন, আপিল বিভাগ আদেশ দিয়েছিল চূড়ান্ত ফল প্রকাশের আগে তদন্ত কমিটি করে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে আদালতে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তদন্ত কমিটির প্রতিবেদন আদালতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
তৃতীয় ধাপের ফল প্রকাশ কবে নাগাদ হতে পারে—এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, ‘তদন্ত প্রতিবেদন দু–এক দিনের মধ্যে আদালতে জমা দেওয়া হবে।
জমা দেওয়ার পর আদালতে শুনানি করবেন। যেহেতু বিষয়টি জনগুরুত্বপূর্ণ, তাই অগ্রাধিকার ভিত্তিতে আদালতে শুনানি হতে পারে আদালতের শুনানির পরই আমরা চূড়ান্ত ফল প্রকাশ করতে পারব।’
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের লিখিত (এমসিকিউ) পরীক্ষার ফল গত ২১ এপ্রিল প্রকাশ করা হয়।