Studypress News

৩২ জন নারী কর্মী নেবে পরিবার পরিকল্পনা অধিদপ্তর

31 Jul 2024

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রে ৩২ জন মিডওয়াইফ নিয়োগের দেওয়া হবে।শুধু নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। 


প্রাতিষ্ঠানিক প্রসবসেবা জোরদার করার লক্ষ্যে দুটি মা ও শিশু কল্যাণকেন্দ্র (সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর ও নোয়াখালীর সেনবাগ উপজেলার কানকিরহাট) এবং বান্দরবান, সুনামগঞ্জ, চাঁদপুর ও নোয়াখালীর ১৪টি নির্বাচিত ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রে এসব নিয়োগ দেওয়া হবে অস্থায়ী ভিত্তিতে।




পদের নাম: মিডওয়াইফ


পদসংখ্যা: ৩২


যোগ্যতা: তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি পরীক্ষায় উত্তীর্ণ এবং বিএনএমসি কর্তৃক স্বীকৃত সার্টিফিকেটধারী হতে হবে। প্রজননস্বাস্থ্য, মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।


মাসিক বেতন: সর্বসাকল্য: ৩০,০০০ টাকা।


অন্যান্য সুবিধা: উৎসব ভাতা ও নববর্ষ ভাতার সুবিধা (সরকারি বিধি মোতাবেক)।


চাকরির মেয়াদকাল: ১ সেপ্টেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। তবে ফান্ড প্রাপ্তি সাপেক্ষে মেয়াদ বৃদ্ধি হতে পারে।


বয়স: ১৮ আগস্ট তারিখে সর্বোচ্চ ৩০ বছর এবং মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর।



যেভাবে আবেদন: প্রার্থীদের অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্রের স্ক্যান কপিসহ পরিচালক (এমসিএইচ সার্ভিসেস) বরাবর ই-মেইলে (jobsmidwifemchsfp@gmail.com) আবেদন করতে হবে। অনলাইনে কোনো প্রার্থী আবেদনপত্র করতে না পারলে সরাসরি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ সার্ভিসেস ইউনিটে নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দেওয়া যাবে।


আবেদনের শেষ সময়: ১৮ আগস্ট ২০২৪।