Studypress News
মিস ইউনিভার্স-২০১৫ হলেন ফিলিপাইনের অ্যালোনজো
21 Dec 2015
মিস ইউনিভার্স-২০১৫ নির্বাচিত হয়েছেন মিস ফিলিপিন্স পিয়া অ্যালোনজো। গত বছর মিস ইনউনিভার্সের খেতাব জিতেছিলেন কলম্বিয়ার পাউলিনা ভেগা।
এবারের নতুন মিস ইউনিভার্স পিয়া অ্যালোনজোকে মুকুট পরালেন তিনি।মিস ইউনিভার্সের এ বছর টপ ফাইভ প্রতিযোগী ছিলেন মিস ইউনিভার্স কলম্বিয়া আরিয়াদনা গুটিএরিজ, মিস ইউনিভার্স ইউএসএ অলিভিয়া জর্ডন, মিস ইউনিভার্স অস্ট্রেলিয়া মনিকা রাদুলোভিক, মিস ইউনিভার্স ফ্রান্স ফ্লোরা কোকিউরেল ও মিস ইউনিভার্স ফিলিপিন্স পিয়া অ্যালোনজো উৎজবাখ।
এবারের আসরের সঞ্চালক স্টিভ হারভে ভুলক্রমে মিস কলম্বিয়াকে এবারের মিস ইউনিভার্স ঘোষণা করেছিলেন। কিন্তু তিনি মূলত প্রথম রানার-আপ। পরে অবশ্য তিনি ভুল শুধরে মিস ফিলিপিন্সকে এবারের মিস ইউনিভার্স ঘোষণা করেন।