Studypress News

বাংলাদেশ পর্যটন করপোরেশনের নিয়োগ পরীক্ষা হবে ১৯-০৭-২৪ তারিখ

17 Jul 2024

DESCRIPTION(BANGLA):  


বাংলাদেশ পর্যটন করপোরেশনে ৬ ক্যাটাগরির পদে ৯ম থেকে ১৩তম গ্রেডের নিয়োগ পরীক্ষা আগামী ১৯-০৭-২৪ তারিখ।


বাংলাদেশ পর্যটন করপোরেশনের মহাব্যবস্থাপক (ডিএফও) মোহাম্মদ শওকত ওসমান এ তথ্য নিশ্চিত করেছেন।



মোট আবেদনের সংখ্যা : প্রায় ১৮ হাজার।



পরীক্ষার সময় : 


সকালে ১০:০০ থেকে ১১:৩০ পর্যন্ত দুই পদের পরীক্ষা হবে। 


আবার বেলা ৩:০০ থেকে ৪:৩০ পর্যন্ত  চার পদের পরীক্ষা হবে। 



পরীক্ষাকেন্দ্র : আগারগাঁও শেরেবাংলা নগর।



যেসব পদের পরীক্ষা:


সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) - পদসংখ্যা: ১


হিসাবরক্ষণ কর্মকর্তা - পদসংখ্যা: ৫


উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) - পদসংখ্যা: ১


সহকারী বাণিজ্যিক কর্মকর্তা - পদসংখ্যা: ১৫


সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা - পদসংখ্যা: ৫


হিসাবরক্ষক - পদসংখ্যা: ৮