Studypress News

জোকোভিচকে হারিয়ে উইম্বলডনে আবারও চ্যাম্পিয়ন আলকারাজ

15 Jul 2024

উইম্বলডন চ্যাম্পিয়নশিপ -


উইম্বলডন চ্যাম্পিয়নশিপ হল একটি বার্ষিক ব্রিটিশ টেনিস টুর্নামেন্ট যা 1877 সালে তৈরি হয়েছিল এবং এটি যুক্তরাজ্যের লন্ডনের উইম্বলডন শহরতলির অল ইংল্যান্ড লন টেনিস এবং ক্রোকেট ক্লাবে (AELTC) আউটডোর গ্রাস কোর্টে খেলা হয় ।  1877 সালে দ্য জেন্টলমেনস সিঙ্গলস ছিল প্রথম প্রতিযোগিতা ।





টেনিস গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট ২০২৪ উইম্বলডন -



নোভাক জোকোভিচকে  ৬-২, ৬-২, ৭-৬ (৭-৪) সেটে হারিয়ে টানা দ্বিতীয় উইম্বলডন জয় করেছেন স্পেনের কার্লোস আলকারাজ। 


সেন্টার কোর্টে আলকারাজের কাছে পাত্তাই পাননি ২৪ গ্র্যান্ড স্ল্যামের মালিক জোকোভিচ।


এতেকরে রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জেতার অপেক্ষা বাড়ল নোভাক জোকোভিচের।


২০২৩ উইম্বলডনের ফাইনালে ও মুখোমুখি হয়েছিলেন জোকোভিচ ও আলকারাজ। সেখানেও আলকারাজ জয়ে হয়েছিল।


২১ বছর বয়সেই চারটি গ্র্যান্ড স্ল্যাম জেতা হয়ে গেছে আলকারাজের। 


জোড়া উইম্বলডনের সঙ্গে একবার করে ফ্রেঞ্চ (২০২৪) ও ইউএস ওপেন (২০২২) শিরোপাও জিতেছেন তিনি।


উইম্বলডনে পুরুষ এককের ফাইনালে সবচেয়ে বেশি খেলেছেন সুইস তারকা রজার ফেদেরার।


পুরুষ বিভাগে জোকোভিচের সর্বোচ্চ ২৪টি গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ড আছে ।


তবে নারী-পুরুষ উভয় বিভাগ মিলিয়ে অজি কিংবদন্তি মার্গারেটের পাশেই অবস্থান করছেন তিনি। দুজনেরই আছে সমান ২৪টি গ্র্যান্ডস্লাম।