Studypress News
২০২৪ ইউরো চ্যাম্পিয়ন হলো স্পেন
15 Jul 2024
উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ :
উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ হচ্ছে একটি প্রাথমিক ফুটবল প্রতিযোগিতা, যেখানে ইউরোপীয় ফুটবল এসোসিয়েশনের (উয়েফা) সদস্যপ্রাপ্ত পুরুষদের জাতীয় ফুটবল দলগুলো প্রতিযোগিতা করে।এই প্রতিযোগিতায় বিজয়ী দল ইউরোপীয় চ্যাম্পিয়নের খেতাব অর্জন করে। এই প্রতিযোগিতাটি ১৯৬০ সাল থেকে প্রতি চার বছর অন্তর অন্তর বিশ্বকাপের মাঝে প্রতি জোড় বছরগুলোতে অনুষ্ঠিত হয়। এটি মূলত ইউরোপীয় নেশন্স কাপ নামে পরিচিত ছিল, তারপর ১৯৬৮ সালে বর্তমান নামে পরিবর্তন করা হয়েছে। ১৯৯৬ সালের আসর হতে পরবর্তী প্রায় সকল আসরে এই প্রতিযোগিতাটিকে উয়েফা ইউরো নামে উল্লেখ করা হয়।
২০২৪ ইউরো টুকিটাকি -
ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে স্পেন।
১২ বছর পর ইউরোপ চ্যাম্পিয়ন হলো স্পেন।
২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে চতুর্থবার চ্যাম্পিয়ন হলো স্পেন।
ফাইনালে ম্যাচের সেরা হন নিকো উইলিয়ামস (স্পেন)।
২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপের সেরা হলেন যারা -
টুর্নামেন্টের তরুণ খেলোয়াড়: লামিন ইয়ামাল (স্পেন)।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড়: রদ্রি (স্পেন)।
গোল্ডেন বুট বিজয়ী: ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবারের মতো এক আসরে ছয় জন জিতলেন সর্বোচ্চ গোলের পুরস্কার গোল্ডেন বুট। আসরে সর্বোচ্চ ৩টি করে গোল করেন চ্যাম্পিয়ন স্পেনের দানি ওলমো, ইংল্যান্ডের হ্যারি কেইন, জার্মানির জামাল মুসিয়ালা, নেদারল্যান্ডসের কোডি হাকপো, স্লোভেনিয়ার ইভান শারাঞ্জ ও জর্জিয়ার জর্জেস মিকাউতাদজে।
শীর্ষ সহায়ক: লামিন ইয়ামাল (স্পেন) - ৪ গোল ।
গোল্ডেন গ্লাভস : মাইক মাইগনান (ফ্রান্স) - ৪ ক্লিনশিট।
ইউরো ২০২৪: পুরস্কার মূল্য -
চ্যাম্পিয়ন হয়ে স্পেন ২৮.২৫ মিলিয়ন ইউরো পুরস্কারমূল্য পেয়েছে।
ইংল্যান্ড রানার্স আপ হওয়ার জন্য ২৪.২৫ মিলিয়ন ইউরো জিতেছে।