Studypress News

১৬ তম কোপা আমেরিকা জিতলো আর্জেন্টিনা

15 Jul 2024

কোপার ইতিহাস -


কোপা আমেরিকা  অথবা কনমেবল  হচ্ছে একটি ফুটবল প্রতিযোগিতা, যেখানে দক্ষিণ আমেরিকার ফুটবল অ্যাসোসিয়েশনের (কনমেবল) সদস্যপ্রাপ্ত পুরুষদের জাতীয় ফুটবল দলগুলো প্রতিযোগিতা করে। এই প্রতিযোগিতায় বিজয়ী দল দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নের খেতাব অর্জন করে। 


১৯১৬ সালে যাত্রা শুরু করে কোপা আমেরিকা।


২০২৪ সালের ২০ জুন থেকে ১৪ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রে এর ৪৮তম আসর অনুষ্ঠিত হয়।


৪৮টি আসরের মধ্যে আর্জেন্টিনা সর্বোচ্চ ১৬ বার, উরুগুয়ে ১৫ বার, ব্রাজিল ৯ বার, প্যারাগুয়ে, চিলি, পেরু দুই বার করে এবং কলম্বিয়া ও বলিভিয়া একবার করে কোপার আমেরিকার শিরোপা জেতে। 


সর্বোচ্চ ১৪ বার রানার্সআপ হয় আর্জেন্টিনা এবং দ্বিতীয় সর্বোচ্চর তালিকায় রয়েছে ব্রাজিল, ১২ বার। 





২০২৪ কোপা আমেরিকা টুকিটাকি -



২০২৪ কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার কোপা আমেরিকা জিতে নিল আর্জেন্টিনা।


নির্ধারিত ৯০ মিনিটে গোলশূন্য থাকা ম্যাচ গড়িয়েছে অতিরিক্ত সময়ে।


লাওতারো মার্তিনেজের ১১২ মিনিটের গোলে কলম্বিয়াকে হারিয়ে শিরোপা জিতে নেয় আর্জেন্টিনা। 


মহাদেশীয় শিরোপা, বিশ্বকাপ, আবার মহাদেশীয় শিরোপা—স্পেনের পর এই ত্রিমুকুট জেতা দ্বিতীয় দল এখন আর্জেন্টিনা। 


২০২১ সালে কোপা আমেরিকার পর ২০২২ সালে কাতার বিশ্বকাপ জেতা আর্জেন্টিনা জিতল ২০২৪ সালের কোপা আমেরিকা।


স্পেন এই কীর্তি গড়েছিল ২০১০ বিশ্বকাপের আগে ও পরে ইউরোর শিরোপা জিতে। ইউরোর শিরোপা দুটি তারা জিতেছে ২০০৮ ও ২০১২ সালে।


কোপা আমেরিকা ফাইনালই ছিল এঞ্জেল ডি মারিয়ার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। 


ফাইনালে ম্যাচ সেরাও হয়েছেন ডি মারিয়া।






২০২৪ কোপা আমেরিকার সেরা খেলোয়াড় হলেন যারা -



কোপা আমেরিকার সেরা খেলোয়াড় (গোল্ডেন বল) : হামেস রদ্রিগেজ (কলম্বিয়া) - সবমিলিয়ে ছয়টি অ্যাসিস্ট করেছেন এবং একটি গোল করেছেন।


গোল্ডেন বুট: লাওতারো মার্টিনেজ (আর্জেন্টিনা) - মোট পাঁচটি গোল করেছেন ।


সেরা গোলকিপার (গোল্ডেন গ্লাভস): এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা) - ২০২৪ কোপা আমেরিকায় পাঁচটি ম্যাচে ক্লিনশিট রেখেছেন।





কত ডলার পাচ্ছে কোপার চ্যাম্পিয়নরা -



দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন টুর্নামেন্টে ১৬টি দলকে মোট ৭২ মিলিয়ন ডলার দেবে। 


যার মধ্যে প্রতিটি দল কেবল প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দুই মিলিয়ন পাবে।


শেষ রাউন্ডের পরাজিতরা তৃতীয় স্থানের জন্য একটি ম্যাচ খেলবে। সেই ম্যাচের বিজয়ীরা পাবে পাঁচ মিলিয়ন ডলার এবং পরাজিতরা পাবে চার মিলিয়ন ডলার। 


কোপা আমেরিকা-২০২৪ এ রানার্স আপের জন্য প্রাইজ মানি থাকছে সাত মিলিয়ন ডলার। 


চ্যাম্পিয়নরা পাবে ১৬ মিলিয়ন ডলার।