Studypress News

ক্রেচিকোভা হলেন উইম্বলডনের নতুন রানি

14 Jul 2024

হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর উইম্বলডনের নারী এককের শিরোপা জিতেছেন চেক প্রজাতন্ত্রের বারবোরা ক্রেচিকোভা। 


ফাইনালে ইতালির জেসমিন পাওলিনিকে ৬-২, ২-৬, ৬-৪ ব্যবধানে হারিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জয় করেছেন ক্রেচিকোভা।


প্রথম দুই সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর তৃতীয় এবং শেষ সেটই নির্ণায়ক হয়ে ওঠে। সে সেটে এক পর্যায়ে ৫-৩ ব্যবধানে এগিয়ে যান ক্রেচিকোভা। পাওলিনি পরে ৫-৪ করলেও লাভ হয়নি। শেষ গেমে নিজের সার্ভিস ধরে রেখে ৬-৪ ব্যবধানে সেট, ম্যাচ এবং উইম্বলডন জয় করেন ক্রেচিকোভা।


২০২১ সালে প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যাম ছুঁয়ে দেখেছিলেন চেক টেনিস তারকা ক্রেচিকোভা।


উইম্বলডন চ্যাম্পিয়নশিপ



উইম্বলডন চ্যাম্পিয়নশিপ হল একটি বার্ষিক টেনিস টুর্নামেন্ট যা 1877 সালে প্রথম প্রতিযোগীতা করে এবং বহিরঙ্গন ঘাসের মাঠে খেলা হয়। লন্ডনের উইম্বলডন শহরতলির অল ইংল্যান্ড লন টেনিস অ্যান্ড ক্রোকেট ক্লাব (AELTC) এ । ১৮৮৪ সালে মহিলা একক খেলা শুরু হয় । 





উইম্বলডন মহিলা একক চ্যাম্পিয়নদের তালিকা



শার্লট ডড (ইংলিশ) ছিলেন পাঁচবারের চ্যাম্পিয়ন এবং মহিলা একক চ্যাম্পিয়নশিপের সর্বকনিষ্ঠ বিজয়ী (15 বছর 285 দিন)।


শার্লট "চ্যাটি" কুপার স্টেরি (ইংলিশ) পাঁচবারের চ্যাম্পিয়ন ছিলেন এবং সবচেয়ে বয়স্ক একক চ্যাম্পিয়ন (37 বছর এবং 282 দিন)।


ডরোথিয়া ল্যাম্বার্ট চেম্বার্স (ইংলিশ) সাতটি উইম্বলডন মহিলা একক শিরোপা  জিতেছিলেন।


সুজান রাচেল ফ্লোর লেংলেন (ফরাসি) ছয়বারের চ্যাম্পিয়ন ছিলেন।


হেলেন উইলস মুডি (আমেরিকান) আটবার চ্যাম্পিয়ন ছিলেন।


মার্টিনা নাভরাতিলোভা (আমেরিকান) ছিলেন নয়বার একক চ্যাম্পিয়ন।


স্টেফি গ্রাফ (জার্মান) ছিলেন সাতবারের চ্যাম্পিয়ন।


সেরেনা উইলিয়ামস ( আমেরিকান) সাতবারের চ্যাম্পিয়ন।


ভেনাস উইলিয়ামস ( আমেরিকান) ছিলেন পাঁচবারের চ্যাম্পিয়ন।