Studypress News
৮ বছর নিষিদ্ধঃ ফিফার সভাপতি জেপ ব্লাটার ও উয়েফার প্রধান মিশেল প্লাতিনি
21 Dec 2015

ঘুষ কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগে ফিফার সভাপতি জেপ ব্লাটার ও উয়েফার প্রধান মিশেল প্লাতিনিকে ৮ বছরের জন্য ফুটবল সংক্রান্ত সব ধরনের কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করেছে ফিফার এথিক্স কমিটি।
এছাড়াও ব্লাটারকে ৫০ হাজার সুইস ফ্রাঁ ও প্লাতিনিকে ৮০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করা হয়েছে।
# ২০১১ সালে ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্লাতিনিকে ‘অবৈধ উপায়ে’ ২০ লাখ ইউরো দেওয়ার জন্য তাদের এই শাস্তি দেওয়া হয়েছে।
# ১৯৯৮ সাল থেকে ফিফা প্রধানের দায়িত্বে থাকা ব্লাটার ২০১৬ সালের ফেব্রুয়ারির সভাপতি নির্বাচনের আগেই সরে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। সুইস এই কর্মকর্তার উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছিল ফ্রান্সের সাবেক ফুটবল তারকা ৬০ বছর বয়সী মিশেল প্লাতিনিকে। কিন্তু এই নিষেধাজ্ঞার কারণে ২০০৭ সাল থেকে ইউরোপের সর্বোচ্চ ফুটবল সংস্থা উয়েফার দায়িত্বে থাকা প্লাতিনি আর ফিফা সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না।
Important News

Highlight of the week
