Studypress News
কেন উইলিয়ামসন ICC Test ranking -এ প্রথম
21 Dec 2015
প্রথম কোনো কিউই ব্যাটসম্যান হিসেবে ICC Test ranking -এ প্রথম হয়েছেন কেন উইলিয়ামসন।
তিনি টেস্টে ক্রিকেটে ২০১৫ সালে এক মৌসুমে সবচেয়ে বেশি ১১৭২ রান সংগ্রহ করেন, যা ছিল নিউজিল্যান্ডের কোন ব্যাটসম্যানের সর্বোচ্চ রান। এর আগে ২০১৪ সালে ব্রেন্ডন ম্যাককুলাম করেন ১১৬৪ রান।
একনজরে, এক মৌসুমে সর্বোচ্চ রান সংগ্রহকারী কিউই ব্যাটসম্যানদের তালিকাঃ
১. Kane Williamson - ১১৭২ রান (২০১৫)
২. Brendon McCullum -১১৬৪ (২০১৪)
৩. Williamson - ৯২৯ (২০১৪)
৪. John R Reid - ৮৭১ (১৯৬৫)
৫. Ross Taylor -৮৬৬ (২০১৩)