Studypress News
নবম গ্রেডে পাট গবেষণা ইনস্টিটিউটে চাকরি
26 Jun 2024
‣ পদের নাম: বৈজ্ঞানিক কর্মকর্তা
‣ পদসংখ্যা: ১২ (স্থায়ী)
‣ যোগ্যতা: বিএসসি (কৃষি)/বিএসসি(টেক)/এমএস/এমএসসি ডিগ্রি থাকতে হবে। সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি থাকতে হবে। বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
‣ বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ (গ্রেড–৯)
‣ পদের নাম: বৈজ্ঞানিক কর্মকর্তা
‣ পদসংখ্যা: ১ (অস্থায়ী)
‣ যোগ্যতা: বিএসসি (কৃষি)/বিএসসি(টেক)/এমএস/এমএসসি ডিগ্রি থাকতে হবে। সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি থাকতে হবে। বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
‣ বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ (গ্রেড-৯)
‣ বয়সসীমা
২৯ জুলাই, ২০২৪ তারিখে আবেদনকারীর বয়সসীমা ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধার সন্তান/শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর।
‣ আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে http://bjri.teletalk.com.bd/ ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে https://bjri.gov.bd/sites/default/files/files/bjri.portal.gov.bd/notices/34fdb9c6_89e8_40bb_a574_12d111b527cb/2024-06-25-10-19-be42f9a8a44d76d56ff8637917a28ab6.pdf জানা যাবে।
‣ আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ৬০০ টাকা ও টেলিটকের কমিশন চার্জ বাবদ ৬৯ টাকাসহ অফেরতযোগ্য মোট ৬৬৯ টাকা টেলিটক প্রি–পেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
‣ আবেদনের সময়সীমা: ৩০ জুন থেকে ২৯ জুলাই ২০২৪, বিকেল ৫টা পর্যন্ত।