Studypress News
১৭ পদে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন চাকরি
09 Jun 2024

‣ পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
‣ পদসংখ্যা: ৩
‣ যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজি ৩০, বাংলায় প্রতি মিনিটে ২৫ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। সাঁটলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দের গতি থাকতে হবে।
‣ বয়স: অনূর্ধ্ব ৩০ বছর। বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
‣ বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
‣ পদের নাম: কম্পিউটার অপারেটর
‣ পদসংখ্যা: ৩
‣ যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজি ৩০, বাংলায় প্রতি মিনিটে ২৫ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
‣ বয়স: ৩০ বছর।
‣ বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
‣ পদের নাম: অফিস সহায়ক
‣ পদসংখ্যা: ১১
‣ যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
‣ বয়স: ১৮ থেকে ৩০ বছর।
‣ বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
‣ বয়সসীমা
১ জুন ২০২৪ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স অনূর্ধ্ব ৩২ বছর। বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
‣ আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে http://mefwd.teletalk.com.bd/ ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে http://mefwd.teletalk.com.bd/docs/MEFWD.pdf জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে alljobs.quary@teletalk.com.bd বা admin1@mefwd.gov.bd ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে। এ ছাড়া টেলিটকের জবপোর্টালের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমে যোগাযোগ করা যাবে। মেইল/মেসেজের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম এবং ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।
‣ আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ ও ২ নম্বর পদের জন্য ২০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা এবং ৩ নম্বর পদের জন্য ১০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
‣ আবেদনের শেষ সময়: ২৩ জুন ২০২৪, বিকেল ৫টা পর্যন্ত।
Important News

Highlight of the week
