Studypress News

টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট ২০২৪

04 Jun 2024

ক্রিকেটের বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ফরমেট হচ্ছে টি-টোয়েন্টি ফরমেট। সাধারণত প্রতি দুই বছর পর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয়। প্রথমবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট ২০২৪ যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে যাচ্ছে।




এবারের আসর:


১লা জুন থেকে ১৮ই  জুন পর্যন্ত, গ্রুপপর্বের খেলা চলবে।


এরপর সুপার এইট পর্ব, যা চলবে ২৫শে জুন পর্যন্ত। 


দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে একই দিন ২৭শে জুন।


ফাইনাল অনুষ্ঠিত হবে শনিবার, ২৯শে জুন বার্বাডোজে ।




বিশ্বকাপের আগের চ্যাম্পিয়ন 


টি টোয়েন্টি বিশ্বকাপ সাধারণত প্রতি দু’বছর পরপর অনুষ্ঠিত হয়। তবে নানা কারণে এর ব্যত্যয় ঘটেছে। ২০০৭ সালে শুরু হয়ে এখন পর্যন্ত হয়ে যাওয়া আগের আট আসরে ছয়টি ভিন্ন দল চ্যাম্পিয়ন হয়েছে।


২০০৭ – ভারত


২০০৯ – পাকিস্তান


২০১০ – ইংল্যান্ড


২০১২ – ওয়েস্ট ইন্ডিজ


২০১৪ – শ্রীলঙ্কা


২০১৬ -ওয়েস্ট ইন্ডিজ


২০২১ – অস্ট্রেলিয়া


২০২২ – ইংল্যান্ড






টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটর টুকিটাকি 



সবচেয়ে বেশি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা ক্রিকেটার : সাকিব আল হাসান (বাংলাদেশ) - ৮টি বিশ্বকাপ।


সবচেয়ে বেশি রান : বিরাট কোহলি (ভারত) - ১১৪১ রান ।


সবচেয়ে বেশি হাফসেঞ্চুরি : বিরাট কোহলি (ভারত) - ১৪টি হাফসেঞ্চুরি।


সবচেয়ে বেশি উইকেট : সাকিব আল হাসান (বাংলাদেশ) - ৪৭ টি উইকেট।


সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস : ব্র্যান্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড) -  ১২৩ রান।


সর্বোচ্চ দলীয় সংগ্রহ :  শ্রীলঙ্কা - ২৬০ রান (প্রতিপক্ষ বিপক্ষে)।


সর্বনিম্ন দলীয় সংগ্রহ :  নেদারল্যান্ডস - ৪৪ রান (প্রতিপক্ষ শ্রীলঙ্কা)।


দ্রুততম সেঞ্চুরি : ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ) - ৪৭ বলে ইংল্যান্ডের বিপক্ষে।


সর্বোচ্চ ছক্কা : ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ) - ৬৩টি।


সবচেয়ে বেশি ডাক : শহীদ আফ্রিদি (পাকিস্তান) - ৫ বার ।


সেরা বোলিং ফিগার : অজন্তা মেন্ডিস (শ্রীলঙ্কা) - ৬ উইকেট।


সর্বোচ্চ ডিসমিসাল : মহেন্দ্র সিং ধোনি (ভারত) - ৩২ টি ডিসমিসাল।