Studypress News
‘মানব উন্নয়ন সূচক-২০১৫’ অনুযায়ী বাংলাদেশ ১৪২তম
21 Dec 2015
UNDP'র ‘মানব উন্নয়ন সূচক-২০১৫’ প্রতিবেদন অনুযায়ী মাথাপিছু আয়, শিক্ষা ও আয়ু—এ তিন মানদণ্ডের ভিত্তিতে বিশ্বের ১৮৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪২তম। আগের বছরও একই অবস্থানে ছিল বাংলাদেশ।
# বাংলাদেশের মানব উন্নয়ন সূচকে অর্জন শূন্য দশমিক ৫৭০ পয়েন্ট। এক বছর আগে বাংলাদেশের অর্জন ছিল শূন্য দশমিক ৫৬৭ পয়েন্ট।
* বাংলাদেশের চেয়েও পিছিয়ে রয়েছে, পাকিস্তান ১৪৭তম, মিয়ানমার ১৪৮তম ও নেপাল ১৪৫তম।
* বাংলাদেশের চেয়েও ভালো অবস্থানে রয়েছে ভারত ১৩০তম। সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা, ৭৩তম।
# প্রতিবেদন অনুযায়ী,
মানব উন্নয়ন সূচকের প্রথম অবস্থানে রয়েছে নরওয়ে, তারপর অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, ডেনমার্ক, নেদারল্যান্ডস, জার্মানি, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র, কানাডা, নিউজিল্যান্ড। রাশিয়ার অবস্থান ৫০তম।