Studypress News

দেশে প্রথমবারের মতো চালু হলো পারচেজিং ম্যানেজারস ইনডেক্স

15 May 2024

‣ অর্থনীতির গতিশীলতা নির্ণয়ে প্রথমবারের মতো চালু হয়েছে পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই) নামে একটি সমীক্ষাভিত্তিক সূচক। সূচক অনুযায়ী ২০২৪ সালের মার্চের তুলনায় এপ্রিলে অর্থনীতির সার্বিক গতি কিছুটা কমেছে। তবে ২০২৪ সালের প্রথম দিকের তুলনায় এপ্রিলের পরিস্থিতি ভালো। রাজধানীর গুলশানে এমসিসিআই কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রথম পিএমআই প্রকাশ করা হয়। যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট কার্যালয়ের (এফসিডিও) সহায়তায় মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ও গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ যৌথভাবে এ সূচক প্রকাশ করেছে। সূচকের বিস্তারিত তুলে ধরে পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান মাশরুর রিয়াজ বলেন, বিনিয়োগ সিদ্ধান্তের জন্য বিশ্বের বহু দেশে পিএমআই সূচক ব্যবহার করা হয়। মার্চে পিএমআই স্কোর ছিল ৬৪.৩। এপ্রিলে ২.১ শতাংশ পয়েন্ট কমে ৬২.২ হয়েছে। মূলত কৃষি, নির্মাণ, উৎপাদন ও সেবা খাতের কোম্পানির নীতিনির্ধারক পর্যায়ের নির্বাহীদের মতামতের ভিত্তিতে এ সূচক তৈরি করা হয়। এর মাধ্যমে বাজার বাস্তবতা ও অর্থনীতি সম্প্রসারণ, সংকোচনসহ নানা বিষয় উঠে আসে।


‣ কৃষি খাতের ৪৬টি, নির্মাণ খাতের ৯২টি, উৎপাদন খাতের ৫০টি ও সেবা খাতের ২১২টি প্রতিষ্ঠান থেকে তাদের নতুন ক্রয়াদেশ, উৎপাদন, কর্মসংস্থান, পণ্য মজুত ও সরবরাহ, ভবিষ্যৎ পরিকল্পনা ইত্যাদি তথ্য নিয়ে সূচকটি তৈরি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, কৃষি ও উৎপাদন খাতে মার্চের চেয়ে এপ্রিলে পরিস্থিতি কিছুটা ভালো হয়েছে। কৃষিতে মার্চে পিএমআই স্কোর ছিল ৫৫.৭, যা এপ্রিলে বেড়ে হয় ৬০.৯। ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন খাতে স্কোর মার্চের ৬৮.৪ থেকে বেড়ে এপ্রিলে ৭৪.৫ হয়েছে। অন্যদিকে একই সময়ে নির্মাণ ও সেবা খাতের গতি কিছুটা দুর্বল হয়েছে। নির্মাণ খাতের স্কোর মার্চের ৬৭.৭ থেকে কমে হয়েছে ৬৩.৮ এবং সেবা খাতে সূচক মার্চের ৬৩.৬ থেকে কমে দাঁড়িয়েছে ৫৬.২। নির্মাণ ও সেবা খাতের সূচক কমার কারণে ব্যবসার সার্বিক গতিশীলতা কিছুটা মন্থর রয়েছে।