Studypress News

ফিফা ক্লাব বিশ্বকাপ -২০১৫ জয়ী বার্সেলোনা

21 Dec 2015

খেলাঃ ক্লাব বিশ্বকাপ ফাইনাল।

দলঃ বার্সেলোনা বনাম রিভার প্লেট।

ভেন্যুঃ নিশান স্টেডিয়াম, জাপানের ইয়োকোহামায়।

ফলাফলঃ বার্সেলনা ৩-০ তে জয়ী।

গোল করেছেনঃ বার্সেলোনার ফরোয়ার্ড মেসি -১টি ও সুয়ারেজ - ২টি।

 

# এবারের ক্লাব বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতেছেন বার্সেলোনার ফরোয়ার্ড লুইস সুয়ারেস,

লিওনেল মেসি জেতেন সিলভার বল,

আর,

মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা পান ব্রোঞ্জ বল।

 

# এই নিয়ে বার্সেলোনা প্রথম দল হিসেবে (তিনবার) ক্লাব বিশ্বকাপ জয় লাভ করে। এর আগে ২০০৯ ও ২০১১ সালে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল দলটি।