Studypress News
অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা
20 Dec 2015
এএফসির দক্ষিণ ও মধ্য এশিয়া অঞ্চলের টুর্নামেন্টের ফাইনালে গত বরিবার নেপাল ফুটবল দলকে ১-০ গোলে হারিয়ে বাংলাদেশ অনুর্ধ্ব ১৪ ফুটবল দল চ্যাম্পিয়ন হয়েছে। জয়সূচক একমাত্র গোলটি করেন মারিয়া। বাম প্রান্ত থেকে দারুণ এক শটে পরাভূত করে নেপালি গোলরক্ষককে।
এই ম্যাচটি হওয়ার কথা ছিল গত এপ্রিলে। সেমি-ফাইনালে ইরানের মেয়েদের ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠে বাংলাদেশ। তবে ফাইনালের দিনই শক্তিশালী ভূমিকম্পে কাঠমান্ডুসহ নেপালে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় তা পিছিয়ে যায়। তবে আট মাস পরে হওয়া ফাইনালে ঠিকই লক্ষ্য পুরণ করলো বাংলাদেশের মেয়েরা। প্রসঙ্গত ময়মনসিংহের প্রত্যন্ত অঞ্চল কলসিন্দুরের ১০ ফুটবলার দিয়েই সাজানো বাংলাদেশের ১৪ বছর বয়সী মেয়েদের জাতীয় দল। এইজন্য এই টিমটিকে কলসিন্দুরের দল ও বলা হয়ে থাকে।