Studypress News

ওয়ান ব্যাংকে চাকরি

10 Dec 2023

‣পদের নাম: জুনিয়র অফিসার/অফিসার (ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর)

‣পদসংখ্যা: ২

‣শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয় বা এ ধরনের বিষয়ে বিএসসি/এমএসসি ডিগ্রি থাকতে হবে। ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেশনের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কমপক্ষে দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

‣বয়স: কমপক্ষে ২৫ বছর।

‣কর্মস্থল: ঢাকা

‣বেতন: আলোচনা সাপেক্ষে



‣আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Now-এ ক্লিক করে আবেদন করতে হবে।

https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1206534&ln=1&JobKeyword=one%20bank


‣আবেদনের শেষ সময়: ১৯ ডিসেম্বর ২০২৩