Studypress News

সিলেটে নতুন গ্যাসফিল্ডের সন্ধান

27 Nov 2023

 ‣ প্রেস ব্রিফিংয়ে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘সিলেট গ্যাস ফিল্ডের ১০ নম্বর কূপে প্রতিদিন প্রায় ১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস পেতে যাচ্ছি। এই কূপে গ্যাসের হাইপ্রেশার রয়েছে, যা প্রায় ৩৪০০ পিএসআই। আশা করছি ৭ মাসের মধে এই কূপের গ্যাস গ্রিডে যুক্ত হবে।

’তিনি বলেন, ‘আমাদের যে পরিকল্পনা, সে অনুযায়ী ২০২৫ সালের মধ্যে প্রায় ৬০০ এমএমসিএফ গ্যাসের মধ্যে এ কূপটাও ছিল। গত ৮ মাসে আমরা প্রায় ১০০ এমএমসিএফ গ্যাস নতুনভাবে পাওয়ার ব্যবস্থা করেছি। ২০২৪ ও ২০২৫ সালের মধ্যে আরও ৫০০ এমএমসিএফ গ্যাস আমরা জাতীয় গ্রিডে দিতে পারবো।’


 ‣ প্রতিমন্ত্রী আরও বলেন, ‘এটি আমাদের জন্য বড় সুখবর। ভোলা, বিয়ানীবাজার, সিলেট-১০, সবই আমাদের আবিষ্কৃত গ্যাস। সব মিলিয়ে প্রায় ৪৬টি কূপ দুই বছরের মধ্যে খনন করতে যাচ্ছি। এগুলো খনন শেষ হলে জাতীয় গ্রিডে ৬০০ এমএমসিএফ গ্যাস যুক্ত হবে।


 ‣ সিলেটের কৈলাশটিলা—২ নম্বর কূপ থেকে দৈনিক প্রায় ৭০ এমএমসিএফ গ্যাস পাওয়া যাবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘এখনকার গ্যাস মূল্য যদি ধরি, সেটার মূল্য প্রায় তিন হাজার ৬০০ কোটি টাকা। আর যদি এলএনজির মূল্যের সঙ্গে তুলনা করি, তবে প্রায় ১০ হাজার কোটি টাকার গ্যাস। ওখানকার গ্যাসটা আমরা মূলত এ বছরের শেষ নাগাদ পাইপ লাইনে বরিশাল হয়ে খুলনাতে নিয়ে যাবো।’


 ‣ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘আমরা পরিকল্পনা মোতাবেক অগ্রসর হচ্ছি। আমরা আশাবাদী ২০২৪ ও ২০২৫ সালের মধ্যে আমরা প্রায় ৬০০ এমএমসিএফ গ্যাস নতুন করে সংযোজন করতে পারবো।’