Studypress News
ষষ্ঠবারের মতো ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া
20 Nov 2023
১৯ নভেম্বর ২০২৩ ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের ১৩তম আসরের ফাইনালে টস জিতে বোলিং এর সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া।প্রথমে ব্যাট করতে নেমে ভারতের ইনিংস থেমে যায় ২৪০ রানে। ২৪১ টার্গেটে ব্যাট করতে নেমে ৪২ বল হাতে রেখেই ৬ উইকেটের সহজ জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। ম্যাচ সেরা হন অস্ট্রেলিয়ান ওপেনের ট্রাভিস হেড। ১২০ বলে ১৫টি চার আর ৪টি ছক্কায় ১৩৭ রান করেন ট্রাভিস হেড।
২০২৩ বিশ্বকাপ ক্রিকেটের টুকিটাকি :
•সর্বোচ্চ রান : বিরাট কোহলি (১১ ইনিংসে মোট ৭৬৫ রান)।
•এক ইনিংসে সর্বোচ্চ রান : গ্লেন ম্যাক্সওয়েল (২০১ রান )।
•সর্বোচ্চ গড় : বিরাট কোহলির -৯৫.৬২|
•সর্বাধিক চার : বিরাট কোহলি- ৬৮টি ।
•সর্বাধিক ছয় : রোহিত শর্মা - ৩১টি
•দ্রুততম শতক: গ্লেন ম্যাক্সওয়েল ৪০ বলে,নেদারল্যান্ডস এর বিপক্ষে।
•দ্রুততম অর্ধ-শতক : কুশল মেন্ডিস ও ট্রাভিস হেড (দুইজনই ২৫ বলে অর্ধ-শতক পূরণ করে)।
•সর্বাধিক শতক : কুইন্টন ডি কক - ৪টি।
•সর্বাধিক অর্ধ-শতক : বিরাট কোহলি - ৬টি।
•সর্বাধিক উইকেট : মোহাম্মদ শামি - ২৪টি।
•এক ইনিংসে সর্বাধিক উইকেট : মোহাম্মদ শামি - ৭ উইকেট ৫৭ রানে (৭/৫৭)।
•সর্বাধিক মেইডেন : জসপ্রিত বুমরাহ - ৯টি মেইডেন।
•সর্বাধিক পাঁচ উইকেট : মোহাম্মদ শামি - ৩ বার।
•সর্বাধিক ক্যাচ :ড্যারিল মিচেল - ১১টি।
•সর্বাধিক ডিসমিসাল : কুইন্টন ডি কক - ২০টি।
•এক ইনিংসে সর্বোচ্চ রান : দক্ষিণ আফ্রিকা - ৪২৮/৫ (প্রতিপক্ষ শ্রীলংকা)।
•এক ইনিংসে সর্বনিম্ন রান : শ্রীলংকা - ৫৫/১০ (প্রতিপক্ষ ভারত)।
বিশ্বকাপ বিজয়ী দল
•অস্ট্রেলিয়া - ৬টি (১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭, ২০১৫,২০২৩)
•ভারত - ২টি (১৯৮৩, ২০১১)
•ওয়েস্ট ইন্ডিজ - ২টি (১৯৭৫, ১৯৭৯)
•পাকিস্তান - ১টি (১৯৯২)
•শ্রীলংকা - ১টি ( ১৯৯৬)
•ইংল্যান্ড -১টি (২০১৯)