Studypress News

কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২৩

18 Nov 2023

প্রশ্ন :পদ্মা সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেনের বাণিজ্যিক চলাচল শুরু হবে কবে?

উত্তর :১ নভেম্বর ২০২৩। 


প্রশ্ন :বর্ষাকালীন ঝরনাগুলোর মধ্যে দেশের সবচেয়ে উঁচু ঝরনা কোনটি?

উত্তর :লাংলোক (বান্দরবান)। 


প্রশ্ন: বাংলাদেশ পুলিশের কোন ইউনিট, মেট্রোরেলের নিরাপত্তার দায়িত্ব পালন করে?

উত্তর : ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশ।


প্রশ্ন:১১ অক্টোবর ২০২৩ সরকার দেশের সড়কে কত সিসির (ইঞ্জিন ক্ষমতা) মোটরসাইকেল চলাচলের অনুমতি দেয়?

উত্তর :৩৭৫ সিসি।


প্রশ্ন:বর্তমানে দেশের নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি কত দিন?

উত্তর :১২০ দিন।


প্রশ্নঃ দেশে প্রথম পিতৃত্বকালীন ছুটি ভোগ করা ব্যক্তির নাম কী?

উত্তর: মারুফ হাসান (তিনি ১২-২৬ অক্টোবর ২০২৩ এ ছুটি ভোগ করেন)। 


প্রশ্ন: ২০২৩ সালের অক্টোবরে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম কী?

উত্তর: হামুন। এ নামটি ইরানের দেওয়া। যার অর্থ সমতল ভূমি বা পৃথিবী।


প্রশ্ন: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (HSIA) তৃতীয় টার্মিনাল করে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়?

উত্তর: ৭ অক্টোবর ২০২৩।


প্রশ্ন: দেশের প্রথম এলিফ্যান্ট ওভারপাস কোথায় অবস্থিত?

উত্তর: লোহাগাড়া, চট্টগ্রাম।


প্রশ্ন: নবাব ফয়জুন্নেছা জমিদার বাড়ি জাদুঘর কোথায় অবস্থিত?

উত্তর: লাকসাম, কুমিল্লা ।


প্রশ্ন: বাংলাদেশে কতটি দেশের দূতাবাস রয়েছে?

উত্তর ৫২টি (সংসদে পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন।



প্রশ্ন :মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নতুন স্পিকার কে?

উত্তর:মাইক জনসন।


প্রশ্নঃফিলিস্তিনে নিযুক্ত সৌদি আরবের প্রথম রাষ্ট্রদূত কে?

উত্তর:নায়েফ বিন বান্দার আল-সুদাইরি। 


প্রশ্ন:নিশিমুরা ধূমকেতু কার নামে নামকরণ করা হয়?

উত্তর:হিদিও নিশিমুরা (জাপান)। তিনি ১২ আগস্ট ২০২৩ এটি আবিষ্কার করেন। 


প্রশ্ন:কৃত্রিম উপগ্রহভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান প্রজেক্ট কুইপারের প্রতিষ্ঠাতা কে?

উত্তর:জেফ বেজোস।


প্রশ্ন:বিশ্বের দীর্ঘতম কাঁচের সেতু ‘দ্য ব্যাচ লং' কোন দেশে অবস্থিত?

উত্তর:ভিয়েতনাম ।


প্রশ্ন:৭ অক্টোবর ২০২৩ হামাস কর্তৃক ইসরায়েলে চালানো অভিযানের নাম কী?

উত্তর:অপারেশন আল-আকসা ফ্লাড। 


প্রশ্ন:ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তর:১০ ডিসেম্বর ১৯৮৭ (হামাস অর্থ উদ্যম)।


প্রশ্নঃবিশ্বের প্রথম হাইড্রোজেন পার্ক কোথায় অবস্থিত?

উত্তর:জাপান।


প্রশ্ন'শিন বেট' কোন দেশের গোয়েন্দা সংস্থা?

উত্তর:ইসরায়েল।


প্রশ্ন:দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে উচ্চ গতির বুলেট ট্রেন চালু করে কোন দেশ?

উত্তর:ইন্দোনেশিয়া।


প্রশ্ন:২০২৩ সালে কোন বিষয়ে অবদানের জন্য চিকিৎসায় নোবেল পুরস্কার দেওয়া হয়?

উত্তর:mRNA ভ্যাকসিন গবেষণার জন্য। 


প্রশ্ন:২০২৩ সাল পর্যন্ত অর্থনীতিতে নোবেলজয়ী নারীর সংখ্যা কত?

উত্তর:৪


প্রশ্ন:বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (BBS) শ্রমশক্তি জরিপ ২০২২ অনুযায়ী দেশে বেকারের সংখ্যা কত?

উত্তর:২৫ লাখ ৮২ হাজার।


 প্রশ্ন:বিশ্বে ধীরগতির শহর কোনটি?

 উত্তর:ঢাকা (বাংলাদেশ)। 


প্রশ্ন:বিশ্বে দ্রুতগতির শহর কোনটি?

উত্তর:ফিন্ট, মিশিগান (যুক্তরাষ্ট্র)।


প্রশ্ন:কিডস রাইটস সূচকে বিশ্বে শীর্ষ দেশ? 

উত্তর:সুইডেন।


প্রশ্ন:২০২৩ সালের আইনের শাসন সূচকে শীর্ষ দেশ কোনটি?

উত্তর:ডেনমার্ক ।


প্রশ্ন:২০২৩ সালের আইনের শাসন সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?

উত্তর:ভেনেজুয়েলা।


প্রশ্ন:প্রথমবারের মতো কোন ফুটবল বিশ্বকাপ তিনটি মহাদেশজুড়ে অনুষ্ঠিত হবে?

উত্তর:২০৩০ সালের ২৪তম বিশ্বকাপ ; আফ্রিকা, ইউরোপ ও দ. আমেরিকা। 


প্রশ্ন:২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে কতটি দেশ অংশগ্রহণ করবে?

উত্তর:৪৮টি।


প্রশ্ন: আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ দলীয় রান কত?

উত্তর:৩১৪/৩; নেপাল (বিপক্ষ মঙ্গোলিয়া)। 


প্রশ্ন: আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে রানের হিসেবে সবচেয়ে বড় ব্যবধানে জয় কোন দেশের? 

উত্তর:নেপাল, ২৭৩ রান (বিপক্ষ মঙ্গোলিয়া)।


প্রশ্ন:২০২৩ সালে চীনে অনুষ্ঠিত ১৯তম এশিয়ান গেমসে সর্বোচ্চ পদক লাভ করে কোন দেশ?

উত্তর:চীন (মোট ৩৮৩টি)।


প্রশ্ন:২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে?

উত্তর:যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ।


প্রশ্ন:২০২৩ সালের বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি করেন কে?

উত্তর:মাহমুদুল্লাহ রিয়াদ।


প্রশ্ন:২৫ অক্টোবর ২০২৩ বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরি করেন কে?

উত্তর:গ্লেন ম্যাক্সওয়েল,(৪০ বলে)।