Studypress News
Forbes report: ব্যবসাবান্ধব দেশের তালিকায় বাংলাদেশ ১২১তম
18 Dec 2015
যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সাময়িকী ফোর্বসের প্রতিবেদনে ব্যবসাবান্ধব দেশের তালিকায় ১৪৪টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২১ তম।
তালিকার শীর্ষে রয়েছে ডেনমার্ক,
আর,
তালিকার একেবারে নিচের দেশ চাদ।
# দক্ষিণ এশিয়ার চারটি দেশের মধ্যে শ্রীলঙ্কা (৯১তম), ভারত (৯৭তম), ভুটান (১০১তম) ও পাকিস্তান (১০৩তম)।
# আর, মিয়ানমার (১৪০তম)।
# বার্ষিক এ তালিকা প্রস্তুতে ১১টি বিষয়কে পরিমাপক হিসেবে বিবেচনা করা হয়েছে। বিষয়গুলো হলোঃ
সম্পত্তির অধিকার, উদ্ভাবন, কর, প্রযুক্তি, দুর্নীতি, ব্যক্তিগত স্বাধীনতা, বাণিজ্য স্বাধীনতা , অর্থনৈতিক স্বাধীনতা; আমলাতন্ত্র বা লালফিতার দৌরাত্ম্য, বিনিয়োগকারীদের সুরক্ষা এবং পুঁজিবাজারের সক্ষমতা।
# বাংলাদেশের অবস্থান ১২১তম হলেও পৃথকভাবে কোনো কোনো ক্যাটাগরিতে খানিকটা ভালো অবস্থানেও রয়েছে দেশটি। যেমন:
* পুঁজিবাজারের সক্ষমতায় ৪৩তম,
* করভারে ৭০তম,
* বিনিয়োগকারীদের সুরক্ষায় ৮০তম,
* ব্যক্তি স্বাধীনতায় ৯২তম,
* লালফিতার দৌরাত্ম্যে ৯৪তম স্থানে।
আর পিছিয়ে আছে,
* বাণিজ্য স্বাধীনতা (১৩৭তম),
* অর্থনৈতিক স্বাধীনতা (১৩১তম),
* সম্পত্তি অধিকার, উদ্ভাবন ও প্রযুক্তি (১২৭তম) এবং
* দুর্নীতির ক্যাটাগরিতে ১২৯তম।
# প্রতিবেদন অনুযায়ী,
* বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধিঃ ৬ দশমিক ৩ শতাংশ,
* মাথাপিছু আয়ঃ ৩ হাজার ৪০০ ডলার,
* জনসংখ্যাঃ ১৬ কোটি ৯০ লাখ,
* সরকারি ঋণঃ জিডিপির ২৪ শতাংশ,
* বেকারত্বঃ ৫ শতাংশ এবং
* মূল্যস্ফীতিঃ ৭ শতাংশ।