Studypress News
অষ্টম ব্যালন ডি’অর জিতলেন লিওনেল মেসি
01 Nov 2023

অষ্টমবারের মতো ব্যালন ডি’অর জিতলেন লিওনেল মেসি।বিশ্বকাপের পারফরম্যান্সের পর গুঞ্জন ছিল, আবারও ব্যালন ডি’অর হাতে উঠতে চলেছে তাঁর। ইউরোপীয় সংবাদমাধ্যমগুলোও আগাম জানিয়ে দিয়েছিল সবকিছু। কোনো কোনো সংবাদমাধ্যম তো আগেই ব্যালন ডি’অরের ওপর তাঁর মুখও বসিয়ে দিয়েছিল। অপেক্ষাটা তাই ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণার। সেই ঘোষণাটাই আজ উচ্চারিত হলো প্যারিসের তিয়াটর দু শাতলে।ম্যানচেস্টার সিটির নরওয়েজীয় তারকা আর্লিং হলান্ড এবং পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে অষ্টম বারের মত ব্যালন ডি’অর ২০২৩ খেতাব জিতেছেন মেসি।পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে তাঁর সঙ্গে ছিলেন তিন ছেলে ও স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো। মেসির অষ্টম ব্যালন ডি’অর জেতার ঘোষণা করেন প্রাক্তন ইংলিশ কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহাম।গত বছর স্বপ্নের মতোই কেটেছে মেসির। ৩৬ বছর পর মেসির হাত ধরেই বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। দেশকে বিশ্বকাপ জিতিয়ে টুর্নামেন্টেরে সেরা খেলোয়াড়ও হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। মেসির নাম ঘোষণার পর উপস্থিত সকলেই দাঁড়িয়ে তাঁকে সম্মান জানান। পুরস্কার পাওয়ার পর প্রতিক্রিয়ায় মেসি বলেছেন, ‘ এই মুহূর্তটা উপভোগের জন্য ও এখানে আরেকবার উপস্থিত হতে পেরে আমি আনন্দিত।’ বিশ্বকাপ জয় নিয়েও নিজের অনুভূতি আরেকবার জানান মেসি, তিনি বলেন ‘বিশ্বকাপ জেতাটা ছিল আমার স্বপ্ন। এটা খুবই বিশেষ ব্যাপার ছিল যে, অন্য দেশের মানুষরাও চেয়েছে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক।’মেসি তাঁর ব্যালন ডি'অর প্রয়াত কিংবদন্তী ফুটবলার দিয়েগো মারাদোনাকে উৎসর্গ করেন।তবে এই পুরস্কারটা মেসির কাছে স্পেশাল। এর কারণ অবশ্যই প্যারিস। গত মরশুমে মেসি অভিমানে প্যারিস ছেড়েছিলেন। প্যারিস সাঁ জাঁ ছাড়ার আগে মেসিকে সেই ক্লাব সাসপেন্ডও করেছিল। প্যারিস ছেড়ে তিনি চলে যান মায়ামিতে। এবারও তিনি প্যারিসে এলেন তবে প্যারিস ছাড়বেন সোনার বলটা হাতে নিয়ে।
Important News

Highlight of the week
