Studypress News
প্রাথমিকের প্রথম ধাপের পরীক্ষা নভেম্বরে হতে পারে
05 Oct 2023
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আগের মতো একযোগে বিজ্ঞপ্তি প্রকাশ না করে এবার তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রথম ধাপে গত ২৮ ফেব্রুয়ারি রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়। প্রথম ধাপে আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা (এমসিকিউ) আগামী নভেম্বর মাসে হতে পারে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান এক ফেসবুকে পোস্টে এ তথ্য জানিয়েছেন। ফেসবুকে নিজের ওয়ালে তিনি লিখেছেন, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে সহকারী শিক্ষক নিয়োগ (বরিশাল, রংপুর,সিলেট) পরীক্ষা হতে পারে।