Studypress News

নাইরোবিতে ডব্লিউটিওর দশম বাণিজ্যমন্ত্রী সম্মেলন

17 Dec 2015

কেনিয়ার নাইরোবিতে ১৫ ডিসেম্বর, ২০১৫ তারিখে শুরু হয় চার দিন ব্যাপী বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) দশম বাণিজ্যমন্ত্রী পর্যায়ের সম্মেলন।

বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) সমন্বয়কের দায়িত্বও পালন করছেন এবং সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। ১৬ ডিসেম্বর, ২০১৫ তারিখে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন সম্মেলনের চেয়ারপারসন এবং কেনিয়ার বাণিজ্য ও বৈদেশিক সম্পর্কবিষয়ক মন্ত্রী আমিনা মোহমেদ। 

বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এলডিসি সদস্যদের জন্য শতভাগ শুল্কমুক্ত বাজারসুবিধা নিশ্চিত করার দাবি জানান। সম্মেলনে ডব্লিউটিওর ১৬২টি সদস্য দেশের প্রায় ৬০০ সরকারি-বেসরকারি প্রতিনিধি অংশ নেন। আফ্রিকার কোনো দেশে এটাই ডব্লিউটিওর মন্ত্রী পর্যায়ের প্রথম সম্মেলন।

এবারের সম্মেলনে মূলত আলোচ্য বিষয় চারটি। এগুলো হলো:

* কৃষি ও খাদ্য নিরাপত্তা;

* ডব্লিউটিওর বিভিন্ন চুক্তিতে স্বচ্ছতার উদ্যোগ;

* স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোর জন্য সুবিধা এবং

* স্বল্পোন্নত দেশসমূহের (এলডিসি) বিশেষ কিছু ইস্যু। 

এ ছাড়া ডব্লিউটিওর বাণিজ্যমন্ত্রী সম্মেলনে এবারই প্রথম লাইবেরিয়া ও আফগানিস্তান দেশ দুটিকে এবারে ডব্লিউটিওর সদস্য করা হতে পারে।