Studypress News

নজরুল ইনস্টিটিউট নেবে ১২ জন, আবেদন করেছেন

26 Sep 2023

কবি নজরুল ইনস্টিটিউট, ঢাকা; স্মৃতিকেন্দ্র বিশাল, ময়মনসিংহ ও কুমিল্লা কেন্দ্রের রাজস্ব খাতভুক্ত একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই প্রতিষ্ঠানে ৮ ক্যাটাগরি পদে ১৩ থেকে ২০তম গ্রেডে ১২ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: হিসাবরক্ষক

 পদসংখ্যা: ১ (স্থায়ী)

 যোগ্যতা: বাণিজ্যে স্নাতক ডিগ্রি।

 বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

 ২. পদের নাম: লাইব্রেরি অ্যাটেনডেন্ট

 পদসংখ্যা: ১ (স্থায়ী)

 যোগ্যতা: গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা অথবা এইচএসসি পাসসহ ক্যাটালগিং ও ডকুমেন্টেশন কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

 বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

৩. পদের নাম: শিল্পী ও মঞ্চায়ন সহকারী

পদসংখ্যা: ১ (স্থায়ী)

যোগ্যতা: চারুকলায় স্নাতক ডিগ্রি। সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা ও ব্যুৎপত্তির অধিকারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)


৪. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ১ (স্থায়ী)

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রিসহ প্রতি মিনিটে সাঁটলিপি লিখনের গতি ইংরেজিতে ৭০ ও বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষর লিখনের গতি ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ। উক্ত কাজে বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

৫. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ৫ (স্থায়ী)

যোগ্যতা: এইচএসসি পাসসহ কম্পিউটার মুদ্রাক্ষর লিখনের গতি ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দ।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৬. পদের নাম: কেয়ারটেকার

পদসংখ্যা: ১ (স্থায়ী)

যোগ্যতা: এইচএসসি পাস। বিভাগীয় ও অবসরপ্রাপ্ত সামরিক বাহিনী, পুলিশ বাহিনী ও আনসার বাহিনীর সদস্য প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৭. পদের নাম: গাড়িচালক

পদসংখ্যা: ১ (স্থায়ী)

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৮. পদের নাম: নিরাপত্তা প্রহরী

পদসংখ্যা: ১ (স্থায়ী)

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

বয়সসীমা

১ জানুয়ারি ২০২৩ তারিখে সাধারণ প্রার্থী, ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। ১, ২, ৩ ও ৬ নম্বর পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বছর এবং ৪ ও ৫ নম্বর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। ৬ নম্বর পদে অবসরপ্রাপ্ত সামরিক বাহিনী, পুলিশ বাহিনী ও আনসার বাহিনীর সদস্য প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বছর এবং ৮ নম্বর পদে অবসরপ্রাপ্ত সৈনিক প্রার্থী এবং ইনস্টিটিউটে আউটসোর্সিং পদে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত গ্রহণযোগ্য।


আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য একই ওয়েবসাইট বা কবি নজরুল ইনস্টিটিউটের ওয়েবসাইটে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল অথবা alljobs.query@teletalk.com.bd বা nazrulinstitite@gmail.com ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে। এ ছাড়া টেলিটকের জবপোর্টালের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমে যোগযোগ করা যাবে। ই-মেইল/ মেসেজের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম এবং ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।

আবেদন ফি

অনলাইনে আবেদনের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ ও ২ নম্বর পদের জন্য ৩০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৩৪ টাকাসহ মোট ৩৩৪ টাকা ও ৩ থেকে ৭ নম্বর পদের জন্য ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা এবং ৮ নম্বর পদের জন্য ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।


আবেদনের সময়সীমা: ২৭ আগস্ট থেকে ২৬ সেপ্টেম্বর ২০২৩, বিকেল পাঁচটা পর্যন্ত।