Studypress News
ঢাকা দক্ষিণ সিটিতে ৯ম থেকে ১৬তম গ্রেডে চাকরি, পদ ২৫টি
26 Sep 2023

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজস্ব খাতের ১১ পদে মোট ২৫ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন আপনিও। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হবে ২৬ সেপ্টেম্বর থেকে। আবেদন করা যাবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত।
পদের নাম ও পদসংখ্যা
১.
সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার-০১
২.
স্টোর অফিসার-০১
৩.
সহকারী ভান্ডার ও ক্রয় কর্মকর্তা-০১
৪.
কেয়ারটেকার-০৫
৫.
ইমাম (কবরস্থান)-০১
৬.
ফটোগ্রাফার-০১
৭.
ভিডিও ক্যামেরাম্যান-০১
৮.
ভান্ডার রক্ষক-০৫
৯.
সহকারী ভান্ডার রক্ষক-০৫
১০.
সার্ভেয়ার-০২
১১.
মোহরার (কবরস্থান)-০২
আবেদনের যোগ্যতা
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা ও অভিজ্ঞতার বিষয়ে জানা যাবে বিজ্ঞপ্তিতে।
চাকরিতে আবেদনের বয়স
প্রার্থীর বয়স ১ সেপ্টেম্বরে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
Important News

Highlight of the week
