Studypress News

৪.২ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল টাঙ্গাইল

17 Sep 2023

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ৪ দশমিক ২ বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ রোববার বেলা ১২ টা ৪৯ মিনিটে এই ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ঢাকা থেকে ৫৯ কিলোমিটার উত্তর-পূর্বে টাঙ্গাইলে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প গবেষণাগারের কর্মকর্তা রোবায়েত কবীর।

তিনি আজ প্রথম আলোকে বলেন, টাঙ্গাইলের ঠিক কোন এলাকায় এটির উৎপত্তিস্থল তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এর মাত্রা ৪ দশমিক ২।

এ নিয়ে এ মাসে দুইবার দেশে ভূমিকম্প অনুভূত হলো বলে জানিয়েছেন তিনি। আবহাওয়াবিদ রোবায়েত কবীর বলেন, এর আগে গত মঙ্গলবার দেশের সীমান্ত এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমার।