Studypress News
BPL তৃতীয় আসরের চ্যাম্পিয়ান কুমিল্লা ভিক্টোরিয়ান্স
16 Dec 2015
বাংলাদেশ প্রিমিয়ার লীগ (BPL) -এর ফাইনালে বরিশাল বুলস-কে ৩ উইকেটে পরাজিত করে প্রথমবারের মতো চ্যাম্পিয়ান হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
১৫ ডিসেম্বর, ২০১৫ তারিখে ফাইনাল খেলাটি ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
# সংক্ষিপ্ত স্কোরঃ
# বরিশাল বুলসঃ ২০ ওভারে ১৫৬/৪ (মারুফ ১১, প্রসন্ন ৩৩, সাব্বির ৯, শাহরিয়ার ৪৪*, মাহমুদউল্লাহ ৪৮, কুপার ৭; আসহার ১/২৬, কুলাসেকারা ১/৩৭, আবু হায়দার ০/৩৫, নাইম জুনিয়র ০/৯, স্টিভেন্স ১/১৯, মাশরাফি ১/২৮)
# কুমিল্লা ভিক্টোরিয়ানসঃ ২০ ওভারে ১৫৭/৭ (ইমরুল ৫৩, লিটন ৩, শেহজাদ ৩০, অলক ৩৯*, আসহার ১৬, স্টিভেন্স ৮, মাশরাফি ০, শুভাগত ১, কুলাসেকারা ০*; সামি ১/২৪, আল আমিন ০/৩০, মাহমুদউল্লাহ ২/২৩, কুপার ২/৩১, এমরিট ০/২২, প্রসন্ন ০/২০)
# ফলাফলঃ কুমিল্লা ৩ উইকেটে জয়ী।
# ম্যান অব দ্যা ম্যাচ: অলক কাপালি (বাংলাদেশী)।
# ম্যান অব দ্য টুর্নামেন্ট: আসহার জাইদি (পাকিস্তানি)।
***এক নজরে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (BPL) -
# প্রথম আসরঃ ২০১২ সালে।
* চ্যাম্পিয়ানঃ ঢাকা গ্ল্যাডিয়েটরস।
# দ্বিতীয় আসরঃ ২০১৩ সালে।
* চ্যাম্পিয়ানঃ ঢাকা গ্ল্যাডিয়েটরস।
# তৃতীয় আসরঃ ২০১৫ সালে।
* চ্যাম্পিয়ানঃ কুমিল্লা ভিক্টোরিয়ানস।