Studypress News
যুক্তরাষ্ট্র-কিউবার মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত
17 Dec 2015
গত বছরের (২০১৪ সালে) ডিসেম্বর মাসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো ৫০ বছরের বেশি সময় ধরে চলা বৈরিতা ভুলে দুই দেশের সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে ঘোষণা দেন।
# ফলশ্রুতিতে, ৫৪ বছর পর ২০১৫ সালের আগস্টে হাভানায় পুনরায় দূতাবাস চালু করে যুক্তরাষ্ট্র।
# তারই ধারাবাহিকতায় এবার যুক্তরাষ্ট্র ও কিউবা নিজেদের মধ্যে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালু করতে একটি সমঝোতায় পৌঁছায়।
*এক নজরে দেখে নিন যুক্তরাষ্ট্র ও কিউবা দেশ সম্পর্কিত কিছু তথ্যঃ
(i) যুক্তরাষ্ট্র (USA):
* রাজধানীঃ ওয়াশিংটন, ডি.সি.
* বৃহত্তম শহরঃ নিউ ইয়র্ক,
# রাষ্ট্রপতিঃ বারাক ওবামা (ডেমোক্র্যাট)।
• উপরাষ্ট্রপতিঃ জো বাইডেন (ডেমোক্র্যাট)।
• হাউসের স্পিকারঃ ন্যান্সি পেলোসি (ডেমোক্র্যাট)।
• প্রধান বিচারপতিঃ জন রবার্টস।
# স্বাধীনতা পায় গ্রেট ব্রিটেন রাজ্য থেকে-
• ঘোষিত হয়ঃ ৪ জুলাই, ১৭৭৬,
• স্বীকৃতি হয়ঃ ৩ সেপ্টেম্বর, ১৭৮৩,
# নামকরনঃ ১৫০৭ সালে জার্মান মানচিত্রকর মার্টিন ওয়াল্ডসিম্যুলার বিশ্বের একটি মানচিত্র প্রকাশ করেন। এই মানচিত্রে তিনি ইতালীয় আবিষ্কারক ও মানচিত্রকর আমেরিগো ভেসপুচির নামানুসারে পশ্চিম গোলার্ধের নামকরণ করেন "আমেরিকা"।
(ii) কিউবা (CUBA):
* রাজধানীঃ হাভানা।
* মুদ্রাঃ পেসো।
* প্রেসিডেন্টঃ রাউল কাস্ত্রো।
* স্বাধীনতা পায় স্পেন থেকে -
• ঘোষিত হয়ঃ ১০ অক্টোবর, ১৮৬৮,
• প্রজাতন্ত্র ঘোষণা হয়ঃ ২০ মে, ১৯০২,
# কিউবান বিপ্লবঃ ১ জানুয়ারি, ১৯৫৯,
# সরকার ও রাজনীতিঃ কিউবা একটি একদলীয় কমিউনিস্ট রাষ্ট্র। এর শাসনযন্ত্র সম্পূর্ণভাবেই কিউবার কমিউনিস্ট পার্টির অধীন। ১৯৭৬ সালে প্রণীত সংবিধান বাতিল করে কিউবায় ১৯৯২ সালে নতুন সংবিধান গৃহীত হয়, যা মার্ক্স, এঙ্গেল্স এবং লেনিনের চিন্তাধারায় অনুপ্রাণিত। এই নবপ্রণীত সংবিধান অনুসারে কিউবার কমিউনিস্ট পার্টি "রাষ্ট্র এবং সমাজের নেতৃত্বপ্রদানকারী মূল চালিকাশক্তি" হিসেবে অভিহিত হয়েছে।