Studypress News
আফ্রিকান ইউনিয়ন হতে যাচ্ছে জি২০’র স্থায়ী সদস্য
28 Aug 2023

দক্ষিণ আফ্রিকায় ব্রিকস সম্মেলনে আফ্রিকাকে বাড়তি গুরুত্ব দেওয়ার পর এবার জি২০ সম্মেলনে আফ্রিকান ইউনিয়নকে (এইউ) ফোরামের স্থায়ী সদস্যপদ দেওয়া হতে পারে। রোববার ভারতের নয়াদিল্লিতে জি২০ শীর্ষ সম্মেলনের আগে বিজনেস ২০ সম্মেলনে দেওয়া ভাষণে দেশটির প্রধানমন্ত্রী এইউকে পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব দেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও গত ডিসেম্বরে বলেছিলেন, এইউ জি২০ এর সদস্য হতে পারে।
মোদি বলেন, ‘আমাদের সদস্যপদ দেওয়ার একটি দৃষ্টিভঙ্গি রয়েছে। সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা আফ্রিকান ইউনিয়নকে জি২০ এর স্থায়ী সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছি।
জি২০ বিশ্বের প্রধান অর্থনীতির ১৯টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন নিয়ে গঠিত। এই ফেরামের বিশ্বব্যাপী মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৮৫ শতাংশ এবং বিশ্বের জনসংখ্যার দুই-তৃতীয়াংশ বহন করে। তবে দক্ষিণ আফ্রিকা শুধু আফ্রিকা মহাদেশের একমাত্র জি২০ সদস্য।
আগামী ৯-১০ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে জি২০ শীর্ষ সম্মেলন। এতে মিলিত হবেন যুক্তরাষ্ট্র, চীনসহ বিশ্বের প্রধান অর্থনীতির দেশগুলোর নেতারা।
Important News

Highlight of the week
