Studypress News
নতুন ইসলামিক সামরিক জোট গঠনের ঘোষণা
15 Dec 2015
সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ৩৪ রাষ্ট্রের সমন্বয়ে ইসলামিক সামরিক জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব।
বিশ্বে যারা মৃত্যু ও দুর্নীতি কায়েম করছে এবং নিরপরাধ মানুষের মধ্যে সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে, এমন সব সন্ত্রাসী গোষ্ঠী ও সংস্থার অশুভ তৎপরতা থেকে ইসলামি জাতিগুলোকে রক্ষা করার জন্য এ জোট গঠন করা হচ্ছে।
৩০ বছর বয়সী সৌদি ক্রাউন প্রিন্স এবং প্রতিরক্ষামন্ত্রী মোহম্মদ বিন সালমান বলেন - ইরাক, সিরিয়া, লিবিয়া, মিশর ও আফগানিস্তানে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের ‘সমন্বিত’ উদ্যোগ নেবে এ জোট।
৩৪ রাষ্ট্রের নামগুলো হল: সৌদি আরব, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, বাহরাইন, বাংলাদেশ, বেনিন, তুরস্ক, চাদ, টোগো, তিউনিসিয়া, জিবুতি, সেনেগাল, সুদান, সিয়েরা লিওন, সোমালিয়া, গ্যাবন, গিনি, ফিলিস্তিন, কমোরোস, কাতার, আইভরি কোস্ট, কুয়েত, লেবানন, লিবিয়া, মালদ্বীপ, মালি, মালয়েশিয়া, মিশর, মরক্কো, মৌরিতানিয়া, নাইজেরিয়া, নাইজার ও ইয়েমেন।
অন্যান্য ইসলামিক জোটসমুহঃ
১। ওআইসি (OIC - Organisation of Islamic Cooperation) -
* প্রতিষ্ঠিত হয়ঃ ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে।
* সদর দপ্তরঃ জেদ্দা, সৌদি আরব।
* সদস্য দেশঃ ৫৭ টি।
* বর্তমান মহাসচিবঃ আইয়াদ বিন আমীন মাদানি
* অফিসিয়াল ভাষাঃ আরবি, ইংরেজি ও ফরাসি।
২। আরব লীগ (Arab League) -
* প্রতিষ্ঠিত হয়ঃ ২২ মার্চ, ১৯৪৫ সালে।
* সদর দপ্তরঃ কায়রো, মিশর।
* সদস্য দেশঃ ২২ টি।
* বর্তমান মহাসচিবঃ নাবিল ইলারাবাই।
* অফিসিয়াল ভাষাঃ আরবি।