Studypress News

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ছয়টি পদের পরীক্ষার তারিখ প্রকাশ

24 Aug 2023

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ছয়টি পদের পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। পদগুলো হলো অ্যারোড্রাম সহকারী, স্যানিটারি ইন্সপেক্টর, সহকারী প্রকৌশলী (সিভিল), সহকারী প্রকৌশলী (ই/এম), উচ্চমান সহকারী/উচ্চমান সহকারী (বেঞ্চ সহকারী) ও ট্রাফিক হ্যান্ড। প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অ্যারোড্রাম সহকারী, স্যানিটারি ইন্সপেক্টর, সহকারী প্রকৌশলী (সিভিল) ও সহকারী প্রকৌশলী (ই/এম) পদের এমসিকিউ পরীক্ষা আগামী ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। রাজধানীর বিএএফ শাহীন কলেজে এ পরীক্ষা নেওয়া হবে। 

এ ছাড়া উচ্চমান সহকারী/উচ্চমান সহকারী (বেঞ্চ সহকারী) ও ট্রাফিক হ্যান্ড পদের এমসিকিউ পরীক্ষা ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। রাজধানীর বিএএফ শাহীন কলেজে এ পরীক্ষা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অ্যারোড্রাম সহকারী ও স্যানিটারি ইন্সপেক্টর পদে ৫ আগস্ট পরীক্ষা গ্রহণের জন্য টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে প্রার্থীদের অনুকূলে প্রবেশপত্র ইস্যু করা হয়। কিন্তু অনিবার্য কারণে উক্ত তারিখের পরীক্ষা স্থগিত করায় উক্ত প্রবেশপত্র বাতিল করা হয়। আগামী ২ সেপ্টেম্বর অনুষ্ঠেয় অ্যারোড্রাম সহকারী ও স্যানিটারি ইন্সপেক্টর পদের প্রার্থীদের নতুনভাবে টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে ইস্যুকৃত প্রবেশপত্র ডাউনলোড করে পরীক্ষার সময় সঙ্গে নিয়ে আসতে হবে।

পরীক্ষার বিস্তারিত সময়সূচি দেখা যাবে এ লিংকে