Studypress News
পায়রা সমুদ্রবন্দর, চালু ৩০ ডিসেম্বর
15 Dec 2015
দেশের তৃতীয় সমুদ্রবন্দর পায়রা বাণিজ্যিক ভিত্তিতে চালু হচ্ছে ৩০ ডিসেম্বর, ২০১৫ তারিখে। ইতোমধ্যে প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এটি বাংলাদেশের অনেক সম্ভাবনাময় একটি বন্দর। পদ্মাসেতুর চালু হলে বন্দরের গুরুত্ব আরও বেড়ে যাবে। প্রকল্পের কাজ শেষ হলে পায়রা বন্দর সিঙ্গাপুরের মতোই উন্নত হবে। এখন দেশের বৈশ্বিক বাণিজ্য সিঙ্গাপুর ঘুরে করতে হচ্ছে। পায়রা বন্দর আধুনিক হলে তা অনেকাংশে কমে যাবে। অনেক আন্তর্জাতিক পণ্যবাহী জাহাজ পায়রা বন্দরে নোঙ্গর করবে। আমাদের দেশের উন্নয়নে মুখ্য ভূমিকা পালন করবে পায়রা গভীর সমুদ্রবন্দর।
এ বন্দরে শুল্কায়ন সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার জন্যে ASYCUDA World সফটওয়্যার স্থাপন করবে জাতীয় রাজস্ব বোর্ডের টেকনিক্যাল টিম।
মংলা বা চট্টগ্রাম সমুদ্রবন্দরে কার্যক্রম পরিচালনাকারী সিঅ্যান্ডএফ এজেন্ট, শিপিং এজেন্ট, ফ্রেইট ফরোয়ার্ডার এজেন্টদের পায়রা বন্দর ব্যাবহারের জন্যে খুলনার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট থেকে রেফারেন্স লাইসেন্স গ্রহণ করতে হবে।
বন্দরে আমদানিকৃত পণ্যের শুল্ক ও রাজস্ব আদায়ের জন্যে নিকটবর্তী সোনালী ব্যাংকের শাখায় ট্রেজারি চালান জমা দিতে হবে।
২০১৩ সালের ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে ভিত্তিফলক উন্মোচনের মধ্য দিয়ে এ বন্দরের উদ্বোধন করেন।
# একনজরে দেশের সমুদ্র বন্দরগুলোঃ
১। চট্টগ্রাম (প্রথম সমুদ্র বন্দর) -
* প্রতিষ্ঠিত হয়ঃ ২৫ এপ্রিল ১৮৮৭ সালে।
* আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেঃ ১৮৮৮ সালে।
* চট্টগ্রাম সমুদ্র বন্দরঃ কর্ণফুলী নদীর তীরে অবস্থিত।
২। মংলা (দ্বিতীয় সমুদ্র বন্দর) -
* প্রতিষ্ঠিত হয়ঃ ১ ডিসেম্বর, ১৯৫০ সালে।
* মংলা সমুদ্র বন্দরে বড় জাহাজের মাল খালাস করা হয়ঃ চালনায়।
৩। পায়রা (তৃতীয় সমুদ্র বন্দর) -
* অবস্থানঃ কলাপাড়া, পটুয়াখালী।
* উদ্বোধনঃ ১৯ নভেম্বর, ২০১৩ সালে।