Studypress News

ম্যান বুকার পুরস্কার (২০১৪)

19 Oct 2014

২০১৪ সালের ‘ম্যান বুকার’ পুরস্কারে ভূষিত হয়েছেন ৫৩ বছর বয়সী অস্ট্রেলীয় লেখক রিচার্ড ফ্ল্যানাগেন। প্রতি বছর ইংরেজি ভাষায় রচিত শ্রেষ্ঠ মৌলিক উপন্যাসের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার দেয়া হয়। দ্বিতীয় বিশ্ব যুদ্ধকালীন ভালোবাসার বিষয়বস্তু নিয়ে ফ্ল্যানাগেনের লেখা ‘দ্য ন্যারো রোড টু দ্য ডিপ নর্থ’ উপন্যাসের জন্য সাহিত্যের বিশেষ এ সম্মান অর্জন করেন তিনি। গতকাল লন্ডনের গিল্ডহিলে ২০১৪ সালের ম্যান বুকার পুরস্কার বিজয়ী সাহিত্যিকের নাম ঘোষণা করে জুরি বোর্ড। ডাচেস অব কর্নওয়াল ক্যামিলা ম্যান বুকার পুরস্কার বিতরণ করেন। পুরস্কার হিসেবে একটি ট্রফি ও অর্থ দেয়া হয়। এর মোট অর্থমূল্য ৫০,০০০ বৃটিশ পাউন্ড বা বাংলাদেশী মুদ্রায় ৬১ লাখ ৬০ হাজার টাকা। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। ফ্ল্যানাগেনের পিতা যুদ্ধবন্দী ছিলেন। পিতার সেই তিক্ত অভিজ্ঞতাই অনুপ্রেরণা যুগিয়েছে তাকে উপন্যাসটি লিখতে। তিনি দীর্ঘ একটি যুগ সময় নিয়েছেন উপন্যাসটির কাজ শেষ করতে। ২০১৪ সালের ম্যান বুকার পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন ৬ ঔপন্যাসিক। এর মধ্যে ৩ জন বৃটিশ, ২ জন মার্কিন ও একজন অস্ট্রেলীয় নাগরিক। এদিকে ম্যান বুকার পুরস্কারের ক্ষেত্রে এ বছরই প্রথমবারের মতো সাহিত্যিকের জাতীয়তা বিবেচনা করা হয়নি। বরং, সব দেশের লেখকদের এটি উন্মুক্ত ছিল। শর্ত হচ্ছে, উপন্যাসটিতে ইংরেজিতে ভাষায় রচিত হতে হবে। নতুন এ নিয়মের ফলে মার্কিন লেখকদের আধিপত্য দেখা যেতে পারে বলে শীর্ষস্থানীয় কয়েকজন লেখক শঙ্কা প্রকাশ করেছেন। এর আগে বৃটেন, কমনওয়েলথভুক্ত রাষ্ট্রসমূহ, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের লেখকরা এ পুরস্কার পেতেন।