Studypress News
টাইব্রেকার রোমাঞ্চে প্রথম উয়েফা সুপার কাপ ম্যান সিটির
17 Aug 2023
২০২২-২৩ মৌসুমটা দুর্দান্ত কাটে ম্যানচেস্টার সিটির। ট্রেবলজয়ী সিটিজেনরা গত সিজনে অপ্রতিরোধ্য ছিল। তবে ২০২৩-২৪ মৌসুম শুরুর আগে পুরনো ছন্দে নেই পেপ গার্দিওলার দল। প্রাক-মৌসুম প্রস্তুতিপর্বে অধারাবাহিক সিটি হেরেছে এফএ কাপ কমিউনিটি শিল্ডের ম্যাচে। এবার হারতে বসেছিল উয়েফা সুপার কাপে সেভিয়ার বিপক্ষে। বুধবার রাতে গ্রিসের কারাইসকাকিস স্টেডিয়ামে ম্যাচের দুই তৃতীয়াংশ সময় লিড ধরে রেখে জয়ের সম্ভাবনা জাগিয়েছিল স্প্যানিশ লা লিগার ক্লাবটি। তবে নির্ধারিত সময়ের মধ্যে সমতা টেনে রোমাঞ্চকর টাইব্রেকারে জয় তুলে নেয় ম্যান সিটি। স্কাই ব্লু’দের প্রথম উয়েফা সুপার কাপ শিরোপা এটি।
আগের মৌসুমের চ্যাম্পিয়নস লীগ এবং ইউরোপা লীগের দুই চ্যাম্পিয়নের মধ্যকার শিরোপার লড়াই উয়েফা সুপার কাপের ম্যাচের ২৫তম মিনিটে এগিয়ে যায় সেভিয়া। আর্জেন্টাইন ডিফেন্ডার মার্কাস আকুনার অ্যাসিস্টে গোলটি করেন মরোক্কান স্ট্রাইকার ইউসেফ এন-নেসেরি। ৬৩তম মিনিটে রদ্রির পাসে ম্যাচে সমতা টানেন ম্যান সিটির ইংলিশ মিডফিল্ডার কোল পালমার।
কমিউনিটি শিল্ডের ম্যাচেও সিটির হয়ে গোল করেছিলেন এই ২১ বছর বয়সী ফুটবলার। নির্ধারিত ৯০ মিনিট ১-১ ব্যবধানে শেষ হওয়ায় ম্যাচ সরাসরি টাইব্রেকারে গড়ায়। পেনাল্টি শুট-আউটে প্রথম ৪টি করে শট নিয়ে সবকটিতে গোল পায় ম্যানচেস্টার সিটি ও সেভিয়া। নিজেদের পঞ্চম শটে ব্যর্থ হয় ইউরোপা লীগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। মিসটি করেন সেভিয়ার সার্বিয়ান ডিফেন্ডার নেমাঞ্জা গুদেলজ। পঞ্চম শটে গোল করে সিটিকে জয় উপহার দেন ইংলিশ রাইট-ব্যাক কাইল ওয়াকার।
প্রথমবারের মতো উয়েফা সুপার কাপ জিতে উচ্ছ্বসিত ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। ম্যাচ শেষে তিনি বলেন, ‘এই শিরোপা জিতে আমরা খুবই পুলকিত।’
২০২২-২৩ মৌসুম থেকে ২০২৩-২৪ মৌসুম শুরুর আগ পর্যন্ত ৫ শিরোপার মধ্যে ৪টিই জিতলো ম্যান সিটি। হারলো শুধু এফএ কমিউনিটি শিল্ডে। গার্দিওলা বলেন, ‘আমাদের যত শিরোপা জয় সম্ভব, একটি বাদে সবকটিই জিতেছি আমরা।’
শিরোপা জিতলেও আগের মৌসুমে বিধ্বংসী ছন্দ দেখানো ম্যান সিটির কষ্টার্জিত জয়ে খুশি নন কোচ গার্দিওলা। তিনি বলেন, ‘আমার এটা বলতেই হয় যে, আমরা নিজেদের সেরা খেলাটা খেলতে পারছি না। (টাইব্রেকারের ম্যাচগুলো) কয়েন টস করে বিজয়ী নির্ধারণের মতো বিষয়।’