Studypress News

নির্বাচন কমিশনের মৌখিক পরীক্ষা শুরু ২৪ আগস্ট

17 Aug 2023

বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের আটটি পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব পদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেসব পদ হলো কম্পিউটার অপারেটর, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, হিসাব সহকারী, স্টোরকিপার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও গাড়িচালক।

কম্পিউটার অপারেটর পদের মৌখিক পরীক্ষা ২৪ আগস্ট অনুষ্ঠিত হবে। সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী ও গাড়িচালক পদের পরীক্ষা একই দিন অনুষ্ঠিত হবে।

হিসাব সহকারী পদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭ আগস্ট, স্টোরকিপার পদের পরীক্ষা ২৮ ও ২৯ আগস্ট এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের পরীক্ষা ৩০ ও ৩১ আগস্ট অনুষ্ঠিত হবে।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের চতুর্থ তলায় ৩১০ নম্বর কক্ষে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে।

পরীক্ষার বিস্তারিত সময়সূচি দেখা যাবে এ লিংকে