Studypress News

কর্মসংস্থান ব্যাংকের একটি পদের পরীক্ষার তারিখ প্রকাশ

14 Aug 2023

কর্মসংস্থান ব্যাংকে ডেটা এন্ট্রি অপারেটর পদে বাছাই পরীক্ষায় অংশগ্রহণের জন্য যেসব প্রার্থী ইতিমধ্যে প্রবেশপত্র ডাউনলোড করেছেন তাঁদের পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে প্রবেশপত্র ডাউনলোডকারী প্রার্থীদের ১ ঘণ্টা ৩০ মিনিটব্যাপী পরীক্ষা (৪৫ নম্বরের এমসিকিউ পরীক্ষা ৩০ মিনিট এবং ৯০ নম্বরের লিখিত পরীক্ষা ১ ঘণ্টা) আগামী ১৮ আগস্ট অনুষ্ঠিত হবে।

রাজধানীর ৬টি কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হবে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ২১ হাজার ৩৯০ জন। সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। এই প্রবেশপত্র পরবর্তী সময়ে অনুষ্ঠেয় মৌখিক পরীক্ষার জন্য সংরক্ষণ করতে হবে।

পরীক্ষার বিস্তারিত সময়সূচি দেখা যাবে এ লিংকে