Studypress News
বিশ্বের তৃতীয় সর্বোচ্চ ভবন নির্মিত হবে বাংলাদেশে
14 Dec 2015
২০১৭ সালের মধ্যেই রাজধানী ঢাকার উপশহর পূর্বাচলে দেশের ইতিহাসে সর্ববৃহৎ ও বিশ্বের তৃতীয় সর্বোচ্চ ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার।
প্রস্তাবিত ভবনটির নাম দেওয়া হয়েছে ‘কেপিসি বেঙ্গল টাওয়ার।’
ভবনটি হবে ১৩০ তলা বিশিষ্ট এবং এর সম্ভাব্য উচ্চতা হবে ২ হাজার ১৪৫ ফুট।
ভবনটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ৬ হাজার কোটি টাকা।
# বর্তমানে বিশ্বের সর্বোচ্চ ভবন নির্মিত হচ্ছে সৌদি আরবের জেদ্দায়। ২শ তলা এই ভবনের উচ্চতা হবে ৩ হাজার ২৮০ ফুট।
# দ্বিতীয় সর্বোচ্চ ভবন ২০১০ সালে নির্মিত হয়েছে দুবাইয়ে। ১৬৩ তলা এই ভবনের উচ্চতা ২ হাজার ৭১৭ ফুট।
# বাণিজ্যিক কমপ্লেক্স হিসেবে ঢাকার ভবনই হবে বাংলাদেশ তথা "দক্ষিণ এশিয়া"র সর্বোচ্চ ভবন। শুধু তাই নয় উচ্চতা ও আয়তনের দিক দিয়ে এটি হবে "বিশ্বের সর্বোচ্চ তৃতীয় বৃহত্তম" ভবন। ভবনটি থেকে বাংলাদেশ তথা উন্নত বিশ্বের অর্থনৈতিক ও বাণিজ্যিক দেশের প্রশাসনিক সকল কর্মকাণ্ড সম্পাদিত হবে বলে আশা করা হচ্ছে।
আরও জানুনঃ
***বুর্জ খলিফাঃ (২০১০ সাল থেকে এটিই এখন পর্যন্ত বিশ্বের উচ্চতম ভবন)
অবস্থানঃ দুবাই, সংযুক্ত আরব আমিরাত।
উচ্চতাঃ ৮২৮ মি (২,৭১৭ ফুট)।
***তাইপে ১০১ (২০০৪ থেকে ২০১০ পর্যন্ত এটি ছিল বিশ্বের উচ্চতম ভবন)
অবস্থানঃ জিনই জেলা, তাইপে, তাইওয়ান।
উচ্চতা (অ্যান্টেনা/চুড়া): ৫০৯.২ মি (১,৬৭০.৬ ফুট)
***পেট্রোনাস টাওয়ার (১৯৯৮ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত এটি ছিল বিশ্বের সর্বোচ্চ ভবন)
অবস্থানঃ জালান অ্যাম্পাং, কুয়ালালামপুর, মালয়েশিয়া।
উচ্চতাঃ ৪৫১.৯ মি (১,৪৮৩ ফুট)।