Studypress News
এক্সিম ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে নিয়োগ
01 Aug 2023
বেসরকারি এক্সিম ব্যাংক জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে একাধিক কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে প্রথম শ্রেণি বা ন্যূনতম সিজিপিএ–৩ থাকতে হবে। এসএসসি ও এইচএসসিতে জিপিএ–৫ অথবা ‘ও’ লেভেলে তিনটি ‘এ’ ও দুটি ‘বি’ এবং ‘এ’লেভেলে একটি ‘এ’ ও একটি ‘বি’ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হওয়াসহ উপস্থাপনায় দক্ষ হতে হতে হবে। এই ব্যাংকে টানা পাঁচ বছর চাকরি করার মানসিকতা থাকতে হবে।
আবেদন যেভাবে করবেন -
আগ্রহী প্রার্থীদের এক্সিম ব্যাংকের ক্যারিয়ার-সংক্রান্ত ওয়েবসাইটের এই লিংকে গিয়ে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।