Studypress News
বিসিএসে দুবারের বেশি অংশগ্রহণের সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত হয়নি: পিএসসি
27 Jul 2023
বিসিএস পরীক্ষায় চাকরিপ্রার্থীদের দুবারের বেশি অংশ নিতে না দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক আলোচনাও হয়নি। আজ বুধবার দুপুরে পিএসসির কয়েকজন সদস্য ও একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। জানতে চাইলে পিএসসির সূত্র প্রথম আলোকে নাম প্রকাশ না করার শর্তে বলেন, চাকরিপ্রার্থীরা দুবারের বেশি বিসিএস পরীক্ষায় অংশ নিতে পারবেন না, এমন কোনো বিষয়ে আলোচনা হয়নি। এমনকি আনুষ্ঠানিক তো নয়ই, অনানুষ্ঠানিক আলোচনাও হয়নি। পিএসসির ওই সূত্র আরও বলেন, সাধারণত কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে পিএসসি তা সভায় অ্যাজেন্ডা করে। সেই অ্যাজেন্ডার বিষয়ে সভায় আলোচনা হয়। কিন্তু এ পর্যন্ত কোনো সভায় এ বিষয়ে আলোচনা হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে গত দুই দিনে বিসিএসে দুবারের বেশি অংশ নিতে না দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।