Studypress News
সমন্বিত পাঁচ ব্যাংকের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫৭৭১
27 Jul 2023

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত পাঁচটি ব্যাংকের অফিসার (ক্যাশ) পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ৭৭১ জন। বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়েছে। পাঁচটি ব্যাংক হলো—সোনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, অগ্রণী ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড।পাঁচ ব্যাংকে ২০১৯ সালভিত্তিক অফিসার (ক্যাশ) পদের ১ হাজার ৪৩৯ কর্মী নিয়োগের লক্ষ্যে গত বছরের ২৮ মে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। উত্তীর্ণ প্রার্থীরা এই লিংকে ফল দেখতে পাবেন।
সোনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, অগ্রণী ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড অফিসার (ক্যাশ) পদে জনবল নিয়োগের জন্য ২০২১ সালের ৩১ মার্চ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল।
Important News

Highlight of the week
