Studypress News
মালয়েশিয়ার সুপারমক কাপ ফাইনালঃ জয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১২ ফুটবল দল
14 Dec 2015
মালয়েশিয়ার সুপারমক কাপের ফাইনালে জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১২ ফুটবল দল। প্লেট পর্বের ফাইনালে স্বাগতিক মালয়েশিয়ার দল সিআইএমবি-ওয়াইএফএকে ৩-০ গোলে হারায় বাংলাদেশ অনূর্ধ্ব-১২ দল।
মে ব্যাঙ্ক একাডেমি মাঠে তপুর গোলে এগিয়ে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১২ দল। এরপর আরাফাত ও মেহেদী প্রতিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করলে জয় নিশ্চিত হয় তাদের।
# টুর্নামেন্টের ২০ দলের মধ্যে নবম স্থান পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১২ দল।
একই দিনে থাইল্যান্ডের দল বুরিরাম ইউনাইটেডের কাছে ৩-১ গোলে হারে বাংলাদেশ অনূর্ধ্ব-১৩ দল।
ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল সেন্টারে খেলায় প্রথমার্ধের শেষ দিকে জিহানের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। কিন্তু দ্বিতীয়ার্ধে থাইল্যান্ডের শক্তিশালী দলটির সঙ্গে আর পেরে ওঠেনি জিহানরা।
# টুর্নামেন্টের ২০ দলের মধ্যে ষষ্ঠ স্থানে থেকে মালয়েশিয়ার এই আসর শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৩ দল।