Studypress News
পানি উন্নয়ন বোর্ডের লিখিত পরীক্ষা ১২ আগস্ট
24 Jul 2023
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী/শাখা কর্মকর্তা (যান্ত্রিক/বিদ্যুৎ) পদে সরাসরি জনবল নিয়োগের জন্য লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপসহকারী প্রকৌশলী/শাখা কর্মকর্তা (যান্ত্রিক/বিদ্যুৎ) পদের লিখিত পরীক্ষা আগামী ১২ আগস্ট অনুষ্ঠিত হবে।
রাজধানীর চারটি কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হবে। কেন্দ্রগুলো হলো রাজধানী উচ্চবিদ্যালয়, লালমাটিয়া গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ, ধানমন্ডি গভ. বয়েজ হাইস্কুল ও তেজগাঁও কলেজ।
আবেদনকারী যোগ্য প্রার্থীরা তাঁদের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন। পরীক্ষাসংক্রান্ত সব নির্দেশনা প্রবেশপত্রে দেওয়া হয়েছে।
লিখিত পরীক্ষার বিস্তারিত সময়সূচি দেখা যাবে এখানে।