Studypress News
জকোভিচকে হারিয়ে উইম্বলডনের রাজা আলকারাজ
17 Jul 2023
প্রথমবারের মতো উইম্বলডনের চ্যাম্পিয়ন হয়ে গেলেন স্প্যানিশ তরুণ তুর্কি আলকারাজ। জোকোভিচকে আলকারাজ হারিয়েছেন ১-৬, ৭-৬ (৮/৬), ৬-১, ৩-৬, ৬-৪ গেমে। ২০২১ সালে প্রথমবার গ্র্যান্ড স্লামের মূল পর্বে খেলা আলকারাজের এটি দ্বিতীয় গ্র্যান্ড স্লাম শিরোপা। গত বছর ইউএস ওপেনে ক্যাসপার রুদকে হারিয়ে জিতেছিলেন প্রথমটি।
২০২২ সালের উইম্বলডন জয়ী নোভাক জকোভিচ। রোববার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফাইনালের লড়াইটা শুরু করেন প্রত্যাশা মতোই। প্রথম সেট জিতে নেন ৩৪ মিনিটে। এরপরই আলকারাজের প্রত্যাবর্তন। হাড্ডাহাড্ডি লড়াইয়ে দ্বিতীয় সেট গড়ায় টাইব্রেকে। সেখানে শুরুতে ৩-০তে এগিয়ে যান এটিপি র্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে থাকা জকোভিচ। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ৮৫ মিনিট স্থায়ী সেট নিজের করে নেন আলকারাজ।
এবারের উইম্বলডন জিতে ছেলে-মেয়ে মিলিয়েই সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়ের মার্গারেট কোর্টের রেকর্ডে ভাগ বসানোর সুযোগ ছিল জোকোভিচের জন্য। ৩৬ বছর বয়সী সার্বিয়ানের সুযোগ ছিল সবচেয়ে বেশি উইম্বলডন পুরুষ একক জয়ে রজার ফেদেরারের রেকর্ডে ভাগ বসানোরও। কিন্তু তা আর হলো না। হতে দিলেন না ২০ বছর বয়সী তরুণ আলকারাজ।