Studypress News

উইম্বলডনের নারী এককে শিরোপা জিতলেন ভন্দ্রোউসোভা

16 Jul 2023

উনস জাবেউরকে ৬-৪ ও ৬-৪ সেটে হারিয়ে প্রথমবারের মতো উইম্বলডনের শিরোপা জিতলেন চেক রিপাবলিকের মার্কেটা ভন্দ্রুসৌভা। অবাছাই খেলোয়াড় হিসেবে শিরোপা জিতে ইতিহাস গড়লেন এই খেলোয়াড়। অপরদিকে তৃতীয় বারের মত ফাইনালের মঞ্চ থেকে ব্যর্থ হয়ে স্বপ্নভঙ্গ হলো তিউনিসিয়ার তারকা জাবেউরের।

১৫ জুলাই ২০২৩ উইম্বলডনের ফাইনালে নারী এককে উনস জাবেউরকে হারিয়েছেন ভন্দ্রুসোভা। 

ম্যাচের শুরুতে ২-০তে লিডও নিয়েছিল জাবেউর। এরপর ২-২ সমতা করেন ভন্দ্রুসৌভা। সেখান থেকে আবারো ৪-২ সেটে এগিয়ে যান জাবেউর। কিন্তু খেই হারিয়ে ৬-৪ ব্যবধানে হারেন প্রথম সেট।পরের বার ভন্দ্রুসৌভাকে পেছনে ফেলে ৩-১ ব্যবধান করেন তিনি। সেখান থেকে ৩-৩ এ সমতা ফেরান চেক গার্ল। প্রায় দেড় ঘণ্টা স্থায়ী ম্যাচটি জিতেছেন ৬-৪, ৬-৪ গেমে।

২৪ বছর বয়সী ভন্দ্রোউসোভা এর আগে একবারই গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেছিলেন, ২০১৯ সালের ফরাসি ওপেনে। সেবারের ফাইনালে অ্যাশলি বার্টির বিপক্ষে কোনো প্রতিরোধই গড়তে পারেননি তিনি, হেরে যান সরাসরি সেটে। এবার তেমনই সরাসরি সেটে জিতেই মেতে উঠলেন শিরোপা উৎসবে।